জাস্ট ফন্টেইনের কি তখন থেকেই মনটা উড়ু উড়ু করছিল? মেয়াদ পূরণ হওয়ায় ভোরের শিউলি ফুলের মতো ‘নায়কেরা’ এখন ঝরে পড়ছেন। আজ চলে গেলেন অন্য লোকে, পেলে-ম্যারাডোনাদের কাছে। একা রেখে গেলেন বেকেনবাওয়ারকে। ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত জাতীয় দলে হয়ে খেললেও মাত্র ২১টি ম্যাচে খেলেছিলেন ফন্তেইন। সেখানে ৩০টি গোল করেছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন - ভারতকে ব্ল্যাকমেইল করলে পাকিস্তান ক্রিকেটকে না খেয়ে মরতে হবে! বলছেন প্রাক্তন তারকা
মূলত একের পর এক চোটের কারণেই ফুটবল ক্যারিয়ার থেমে যায় মাত্র ২৮ বছর বয়সে। ফ্রান্সের তিনটি ক্লাবের হয়ে খেলে প্রায় আড়াইশোর কাছাকাছি গোল করেছেন ফন্তেইন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় রয়েছে ১০টি গোল। মাত্র তিনজন ফুটবলার বিশ্বকাপে ফন্টেইনের চেয়ে বেশি গোল করেছেন—জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬), ব্রাজিলের রোনালদো (১৫) এবং জার্মানির গার্ড মুলার (১৪)।
কাতারে বিশ্বকাপ জিতে অনেকের চোখে ‘সর্বকালের সেরা’ তকমা পাওয়া লিওনেল মেসিকেও ১৩ গোল করতে খেলতে হয়েছে পাঁচটি বিশ্বকাপ। ১৩ সংখ্যাটা তাই সব সময় ‘দুর্ভাগ্য’ নয়, কারও জন্য পরম সৌভাগ্যও। এমন এক রেকর্ডের অধিকারী জাস্ট ফন্তেইন যা নেই পেলে, মারাদোনা, মেসি এবং রোনাল্ডোদের। তাই ফুটবল বিশ্ব চিরকাল ফন্তেইনকে স্পেশাল ফুটবলার হিসেবেই মনে রাখবে।