ভারতকে ব্ল্যাকমেইল করলে পাকিস্তান ক্রিকেটকে না খেয়ে মরতে হবে! বলছেন প্রাক্তন তারকা
- Published by:Rohan roychowdhury
Last Updated:
লাহোর: ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে পাকিস্তানের বেশি প্রতিবাদ করে লাভ নেই। গায়ে জোর দেখানোর প্রশ্ন ওঠে না। তাহলে যেটুকু টাকা আছে পিসিবির, ভবিষ্যতে সেটাও থাকবে না।। ভারত ইতিমধ্যেই জানিয়েছে পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা সেখানে অংশগ্রহণ করবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, পাকিস্তান থেকে সরতে পারে এশিয়া কাপ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিষয়টি নিয়ে আলোচনার জন্য গত মাসের শুরুতে বাহরিনে একটি বৈঠক করে। তবে আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। সেই বৈঠকেই বিসিসিআই সচিব জয় শাহ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির মধ্যে বৈঠকও হয়। কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। এবার একটি অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুর রহমান।
advertisement
advertisement
ইউটিউবে নাদির আলি পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথনের সময় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুর রহমানকে ২০২৩ এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা উচিত নয়। আইসিসি ভারতের অধীনে কাজ করে। সেই অনুষ্ঠানের অ্যাঙ্কর বিসিসিআইকে কটাক্ষ করেন। এবং আইসিসিকে খোঁচা দিয়ে বলেন, এটা ভারতীয় ক্রিকেট কাউন্সিল।blockquote class="twitter-tweet">
advertisement
According to reports, Asia Cup 2023 is likely to be moved to UAE from Pakistan. Your views on this move?#India #Pakistan #INDvsPAK #AsiaCup #CricTracker pic.twitter.com/fHjROysLBZ
— CricTracker (@Cricketracker) February 4, 2023
রহমান মাথা নেড়ে বলেন, ঠিকই। রহমান জানিয়েছেন আইসিসির বেশিরভাগ শীর্ষ পদাধিকারী ভারতীয়। অর্ধেকের বেশি টাকা আইসিসির কাছে আসে বিসিসিআই থেকে। শুধু পাকিস্তান কেন, অন্য কোন দেশের হিম্মত নেই এত টাকা তুলে দেওয়া। ভারত যা বলে আইসিসি শুনতে বাধ্য। এমনকি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো কুলীন ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কথা ফেলতে পারে না।
advertisement
রহমানের মনে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে চ্যালেঞ্জ জানানোর জায়গায় নেই পিসিবি। উচিত নয় দুবাইতে খেলা। কিন্তু উপায় নেই। ভারতকে ব্ল্যাকমেইল করার জায়গা নেই পাকিস্তানের। ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ হলে পাকিস্তানকে নিরুপায় হয়ে আসতেই হবে। না হলে ভারতের ক্ষমতা আছে ক্রিকেট বিশ্বে পাকিস্তানকে এক ঘরে করে দেওয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 8:50 PM IST