সৌরভের বন্ধু জয়দীপ মুখোপাধ্যায়, দিল্লি দলের ক্রিকেট ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি অনুশীলনে ক্রিকেটারদের সহযোগিতা করবেন বলে খবর। নেটে অনুশীলনের সময় ক্রিকেটারদের থ্রোডাউন দেওয়া থেকে কোথায় কার কি ভুল হচ্ছে সেইগুলো নোট ডাউন করে শুধরে দেওয়ার কাজও করবেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জয়দীপ আইপিএলে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বাংলা ক্রিকেট দলের অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করেছেন।
advertisement
আরও পড়ুন - Viral Video: ‘‘আমি হলেই আউট দিতেন’’ মাঠে হাজির আম্পায়রকে টিটকিরি দিলেন কোহলি, কেসটা ঠিক কী
বেশ কয়েক বছর মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারদের সঙ্গে কাজ করেন ময়দানের পরিচিত জেডি। সাম্প্রতিক সময়ে বাংলা ক্রিকেট দলের দায়িত্ব ছাড়ার পর ধারাভাষ্যের কাজে যুক্ত ছিলেন জয়দীপ। বিসিসিআই পরিচালিত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে নিয়মিত ধারাভাষ্য দেন তিনি। চলতি রঞ্জিত ট্রফিতে ধারাভাষ্য দিয়েছিলেন। ফাইনাল ম্যাচে কমেন্ট্রি বক্সে মাইক হাতে ছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। তবে আপাতত দিল্লিতে পাড়ি জমাচ্ছেন তিনি। আগামী ২ মাস আইপিএল নিয়ে ব্যস্ত থাকবেন।
আরও পড়ুন - North 24 Parganas News: হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে স্কুল, মিড ডে মিল না থাক, শিশুরা পড়ুক চাইছে মা-বাবা
রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে সাহায্য করবেন জয়দীপ। মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হওয়া দিল্লি ক্যাপিটাল্সের দুদিনের শিবিরে যোগ দিয়েছেন জয়দীপ। মঙ্গলবার সল্টলেক যাদবপুর ক্যাম্পাসের মাঠে জয়দীপকে দেখা যায় ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে। অতীতে আইপিএলে কেকেআরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েই দিল্লি শিবিরে যোগ দিয়েছেন জয়দীপ।
উনিশে মার্চ থেকে দিল্লিতে শুরু হওয়া দিল্লি ক্যাপিটালসের অনুশীলনেও তিনি থাকবেন।আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যেখানে বাংলার ক্রিকেটার ব্রাত্য থাকেন সেখানে দিল্লিতে ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার পরেই বাংলার ক্রিকেটার, কোচদের দলের সঙ্গে যুক্ত করছেন সৌরভ। এর আগে বাংলার মুকেশ কুমারকে সাড়ে পাঁচ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে দিল্লি। ঋষভ পন্থের পরিবর্ত ক্রিকেটার হিসেবে যারা ট্রায়াল দিচ্ছেন তাদের মধ্যে বাংলার অভিষেক পোড়েলও রয়েছেন। সব মিলিয়ে দিল্লি ক্যাপিটাল্স এখন যেন বাংলার মুখ হয়ে উঠেছে আইপিএলে৷