জসপ্রীত বুমরাহকে আবার অস্ত্রোপচারের কথা জানিয়েছেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনে নিয়েছেন রোহিত শর্মাদের দলের পেসার। অস্ত্রোপচারের অর্থ, আরও বেশি দিন মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে। সুস্থ হয়ে উঠতে আরও বেশি সময় লাগবে বুমরার। অর্থাৎ, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে সেই টেস্টেও খেলা হবে না তাঁর।
এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের লক্ষ্য, এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাকে ফিট করে তোলা। চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে এক দিনের বিশ্বকাপ। তার আগে হাতে বেশ কিছুটা সময় রয়েছে। এখনই মাঠে নামিয়ে বুমরার চোটকে আর বাড়াতে চাইছেন না বোর্ডের চিকিৎসকেরা।
advertisement
গত বছর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে নেওয়া হয়েছিল বুমরাকে। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। তার পর থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছেন বুমরাহ।
এখন বুমরাহকে একদিনের বিশ্বকাপে খেলাতে পারলেও ভারতীয় দলের কাছে অনেক বড় লাভ। না হলে ভারতের বোলিং শক্তি অনেকটাই দুর্বল হয়ে যাবে। তাই বুমরাহ এপিসোড শেষ পর্যন্ত কোন দিকে ঘোরে সেটাই এখন দেখতে হবে ক্রিকেট প্রেমীদের।