দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতীয় বোলাররা তেমন সাফল্য পায়নি। টি-ব্রেকের পর ক্যাপ্টেন ঋষভ পন্থ বুমরাহ ও রবীন্দ্র জাদেজাকে বোলিং অ্যাটাকে আনেন। ইনিংসের ১১৪তম ওভার করতে আসেন বুমরাহ। ক্রিজে ছিলেন কাইল ভেরেন। বুমরাহ নিখুঁত লাইন-লেন্থে দুর্দান্ত ইয়র্কার করেন। ব্যাটার একেবারেই প্রস্তুত ছিলেন না।
এই বল ব্যাটারের ঘাম ঝড়িয়ে দেয়। যদিও তিনি কোনওভাবে ব্যাটে লাগিয়ে উইকেট বাঁচাতে সক্ষম হন। ওই ডেলিভারি সামলাতে গিয়ে সেই সময়ই তিনি মুখ থুবড়ে পড়ে যান। ব্যাটারের হালকা হাসির প্রতিক্রিয়াই জানিয়ে দেয়, বুমরাহর এই ইয়র্কার কতটা ভয়ঙ্কর ছিল।
advertisement
আরও পড়ুন- ১৪৮ বছরে প্রথমবার, গুয়াহাটি টেস্টে সবাইকে অবাক করে দেওয়া রেকর্ড…
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে বড় রান তুলতে সক্ষম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাত উইকেট হারিয়ে ৪১৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ইডেনে সিরিজের প্রথম টেস্ট আড়াই দিনে শেষ হয়েছিল। তবে এবার ক্রিকেটভক্তরা আশা করছেন, গুয়াহাটি টেস্ট পাঁচ দিন গড়াবে। যদিও পুরোটাই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার এই পাহাড়প্রমাণ রানের বিরুদ্ধে কীভাবে লড়াই করে সেটার উপর নির্ভর করছে।
প্রথম ইনিংসে এখনও পর্যন্ত কুলদীপ যাদব তিনটি উইকেট পেয়েছেন। বুমরাহ, সিরাজ একটি করে উইকেট পেয়েছেন।
