লর্ডস টেস্টটি বুমরাহর ইংল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১০তম ম্যাচ। এর আগে ইশান্ত ১৪টি টেস্টে ৪৮ উইকেট নিয়েছিলেন। যার মধ্যে ২০১৪ সালের লর্ডস টেস্টে ৭/৭৪ ছিল তার সেরা পারফরম্যান্স। বুমরাহর সেরা বোলিং ফিগার ৫/৬৪। এই তালিকায় রয়েছে কপিল দেব (৪৩ উইকেট), অনিল কুম্বলে (৩৬ উইকেট) ও বিষেণ সিং বেদী (৩৫ উইকেট) রয়েছেন বুমরাহ ও ইশান্তের পরবর্তী অবস্থানে।
advertisement
যদিও ইংল্যান্ডে টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এখনও ইশান্তের দখলে। তিনি ১৫টি ম্যাচে (এর মধ্যে একটি নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালের WTC ফাইনাল) ৫১টি উইকেট নিয়েছেন। সেই ম্যাচে তিনি তিনটি উইকেট নেন। অন্যদিকে বুমরাহ সেই ফাইনালে উইকেটশূন্য ছিলেন এবং ২০২৩ সালের ফাইনালে খেলতে পারেননি।
আরও পড়ুনঃ IND vs ENG: আর কত সুযোগ পাবে করুন নায়ার? এবার কি ৪ বছরের অপেক্ষায় অবসান হবে তারকা ব্যাটারের?
বুমরাহর এই অর্জন নিঃসন্দেহে তার ধারাবাহিকতা ও দক্ষতার প্রমাণ। চোট থেকে ফিরে এসে একের পর এক ম্যাচে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন তিনি। বর্তমানে তার নাম ভারতের টেস্ট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বিশেষত ইংল্যান্ডের মাটিতে তার দুর্দান্ত সাফল্যের জন্য।