কিন্তু প্রোটিয়াদের সেলিব্রেশনে সবচেয়ে বেশি নজর কেড়েছেন দলের অন্যতম সদস্য কেশব মহারাজ ৷ কারণ অবশ্যই সোশ্যাল মিডিয়ায় করা তাঁর একটি পোস্ট ৷ টিমের একটি ছবি দিয়ে তাতে ক্যাপশনে কেশব লিখেছেন ‘জয় শ্রী রাম’(Jai Shree Ram) ৷
আরও পড়ুন-Viral Video: সাধের গাড়ি কিনতে গিয়ে অপমানিত হলেন কৃষক, তোলপাড় সোশ্যাল মিডিয়া!
advertisement
কেশব লেখেন, ‘দুর্দান্ত একটা সিরিজ খেললাম আমরা। এই দলের জন্য এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। আমরা কতটা উন্নতি করেছি, তা স্পষ্ট। এ বার পরের সিরিজের জন্য নিজেদের নতুন করে তৈরি করতে হবে। জয় শ্রী রাম।’
বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খুব সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছে ৷ পারফরম্যান্সও খুব একটা আহামরি ছিল না তাঁদের ৷ এই অবস্থায় ঘরের মাঠে হলেও ভারতের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে প্রোটিয়া ক্রিকেটাররা কেমন পারফরম্যান্স করেন, সেটাই ছিল দেখার ৷ ওমিক্রনের ধাক্কায় এই সিরিজ একসময় হওয়া নিয়েই সংশয় ছিল ৷ কারণ আর যেখানেই হোক না কেন, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে অনেকেই রাজি হচ্ছিলেন না ৷ শেষপর্যন্ত অবশ্য সিরিজ হল ৷ এবং ভারতকে টেস্টের পর ওয়ান ডে সিরিজেও পরাস্ত করতে সফল কুইন্টন ডি ককরা ৷
আরও পড়ুন-Viral News: ডাকাতের প্রেমে পড়লেন এক সুন্দরী, জেল থেকে বের হতেই বাগদান!
ভারতকে ৩-০ -তে হারিয়ে উচ্ছ্বসিত কেশব মহারাজ ৷ তিনি ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে ‘জয় শ্রীরাম’ উল্লেখ করেন ৷ সিরিজে তিনটি ম্যাচ খেলে তিন উইকেট নিয়েছেন মহারাজ। এর মধ্যে শেষ দু’টি ম্যাচে রয়েছে বিরাট কোহলির উইকেট। দ্বিতীয় ম্যাচে ০ রানে বিরাটকে আউট করেছিলেন কেশব।