ভারতে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি ধর্ম। শুক্রবার আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে শেষ টেস্ট চলাকালীন সমর্থকদের থেকে এক অনভিপ্রেত ঘটনা ঘটে গেল৷ চতুর্থ দিনের খেলার পর, খেলোয়াড়রা যখন ডাগআউটের কাছে আসেন- তখন ফ্যানদের চিৎকার শোনা যায় '‘শামি, জয় শ্রী রাম।’’
আরও পড়ুন - Shreyas Iyer: কোথায় শ্রেয়স আইয়ার, কেন চতুর্থ টেস্টে এখনও ব্যাট করতে নামার নাম নেই
advertisement
দেখে নিন সেই ট্রোলিংয়ের ভাইরাল ভিডিও
ফ্যানরা এদিন অযথাই ধর্মীয় আঘাত বানতে শুরু করেন৷ শামি একজন মুসলিম ক্রিকেটার তা জেনে তাঁকে আঘাত করার জন্য এই আচরণ করতে শুরু করেন।
আরও পড়ুন - ১০০ তে থামলেন না কিং কোহলি, ঝড়ের গতিতে ‘বিরাট’ রানের ইনিংস বিরাটের, কুর্নিশ কোহলি
দেখে মনে হচ্ছিল ভিড়ের উদ্দেশ্যপ্রণোদিত চিৎকার শামিকে প্রভাবিত করেনি, তিনি ও তাঁর সতীর্থরা শান্ত ছিলেন। ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে।
এদিকে ভারত বনাম অস্ট্রেলিয়া আহমেদাবাদের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৮০ রান করেছিল৷ এর জবাবে ভারতও জবরদস্ত ব্যাটিং করেন৷ শ্রেয়স আইয়ের কোমরের ব্যাথার জন্য এদিন ব্যাটিং করতে নামতে পারেননি তাই ভারতের ইনিংস শেষ হয় ৫৭১ রানে৷
এই ৫৭১ রানের ইনিংসে শুভমান গিল শতরান করেন৷ তিনি ১২৮ রান করেন৷ তবে দলের হয়ে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি তিনি ১৮৬ রান করে আউট হন৷