ডার্বি জিতে ISL-র শীর্ষে উঠল মোহনবাগান। এবারের আইএসএলে ১৭টি ম্যাচের শেষে মোহনবাগানের পয়েন্ট ৩৬। মুম্বই সিটি এফসির থেকে গোলপার্থক্যে এগিয়ে মোহনবাগান।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলের ডু অর ডাই ম্যাচ,ডার্বি থেকে কী ঘুড়ে দাঁড়াবে দল,কী বলছেন কুয়াদ্রাত
এদিন প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় সবুজ মেরুন। আইএসএলের প্লে-অফে উঠে গিয়েছে মুম্বই সিটি এফসি। আপাতত আইএসএলের পয়েন্ট তালিকায় ২ নম্বরে মুম্বই। ১৮টি ম্যাচে তাদের ৩৬ পয়েন্ট।
advertisement
তিন নম্বরে ওড়িশা এফসি। আইএসএলের প্লে-অফের টিকিট পেয়েছে তারাও। ১৮ ম্যাচে ওড়িশার ৩৫ পয়েন্ট। মোহনবাগানের কাছে ডার্বি হেরে আইএসএলের স্বপ্ন কার্যত শেষ ইস্টবেঙ্গলের।
আরও পড়ুন- শাবাশ ক্যাপ্টেন! রোহিত শর্মা প্রাণ বাঁচালেন একজনের! জীবনটাই চলে যেত! ভয়াবহ ঘটনা
পয়েন্ট তালিকার ১০ নম্বরে লাল-হলুদ বাহিনী। ১৯টি ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। প্রথমার্ধের খেলা শেষে এদিন জল্পনা ছিল, আবার কি ডার্বিতে ৫ গোলের সম্ভাবনা! মোহনবাদাবের হয়ে এদিন তিনটি গোল করেন কামিংস, লিস্টন, পেত্রাতোস।