TRENDING:

ATK Mohun Bagan Habas reaction : তিরির অন্তর্ভুক্তিতেও মোহনবাগানের রক্ষণ সমস্যা মিটল না, চিন্তায় কোচ

Last Updated:

ATK Mohun Bagan coach Antonio Lopez Habas frustrated after draw against Chennaiyin. অ্যান্টোনিও লোপেজ হাবাস নিজেও বুঝতে পারছেন না দলের এমন হতশ্রী ফুটবল খেলার কারণ। আগামী বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজ যুবভারতীতে নামছে এটিকে মোহনবাগান৷
আজ যুবভারতীতে নামছে এটিকে মোহনবাগান৷
advertisement

গত দু’টি ম্যাচে হারতে হয়েছিল এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে দানা বাঁধছিল হারের হ্যাটট্রিকের আশঙ্কা। শনিবারের ম্যাচে হাবাসের (Antonio Lopez Habas) দল হারেনি ঠিকই। কিন্তু জেতেওনি।

আরও পড়ুন - Rohit Sharma coach Dinesh Lad reaction : বিরাটের সঙ্গে রোহিতের ইগোর সমস্যা হবে না, বলছেন ছেলেবেলার কোচ দীনেশ

advertisement

লিড নিয়েও তা ধরে রাখতে না পারার খেসারত দিতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট পেয়ে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে কলকাতার দলটি। ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC)। শনিবার রক্ষণ জমাট করতে ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছিলেন কোচ হাবাস। চোট সারিয়ে প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেললেন তিরি (Tiri)। তবে তাঁর অন্তর্ভুক্তিতেও রক্ষণ শক্তিশালী হয়নি।

advertisement

চাপে পড়লেই কেঁপেছেন প্রীতম কোটাল-শুভাশিস বসুরা। এদিন ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় এটিকে মোহন বাগান। সেন্টার লাইনের একটু উপর থেকে রয় কৃষ্ণার ডিফেন্স চেরা থ্রু খুঁজে নেয় বাঁদিক দিয়ে ওঠা লিস্টন কোলাসো (Liston Colaco)। চলতি বলেই নেওয়া শটে চেন্নাইয়ান এফসি জাল কাঁপিয়ে দেন তিনি (১-০)। তারপর একের পর এক আক্রমণ ধেয়ে আসে মোহন বাগান বক্সে। ২১ মিনিটে শুভাশিস বসু গোললাইন সেভ না করলে বিপদ অনিবার্য ছিল।

advertisement

আরও পড়ুন - SC East Bengal vs Kerala blasters preview : আজ সামনে কেরল ব্লাস্টার্স, চিমাকে রেখেই জয়ের খোঁজে নামবে ইস্টবেঙ্গল

তবে প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় চেন্নাইয়ের দলটি। বক্সের বাইরে থেকে ভ্লাদিমির কোম্যান ডানপায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন (১-১)। তাঁর শটের সময় বলের উপর থেকে পা তুলে নেন জনি কাউকো! শনিবার এটিকে মোহন বাগানের মিডফিল্ডাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ। লিঙ্কম্যানের অভাব সুস্পষ্ট। প্রান্তিক আক্রমণও তৈরি হয়নি পরিকল্পনামাফিক। বাধ্য হয়ে নীচে নামতে হল রয় কৃষ্ণাকে।

advertisement

এই ম্যাচে তাঁকে বোতলবন্দি করে রাখলেন চেন্নাই স্টপার ডামজানোভিচ। নিজেদের গোলের আগেও সবুজ-মেরুন রক্ষণ টলমল করেছে। রাইট ব্যাক আশুতোষ মেহতা আত্মঘাতী গোল প্রায় করে ফেলেছিলেন। ২৮ মিনিটে চেন্নাইয়ান এফসি’র অনিরুদ্ধ থাপা সুযোগ নষ্ট করেন। বিরতির আগে চোট পাওয়া মনবীরের চিকিৎসা করতে এসে চেন্নাইয়ানের এক ফুটবলারকে সজোরে ধাক্কা মারেন মোহন বাগান ফিজিও লুইস। তাঁকে লাল কার্ড দেখান রেফারি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দ্বিতীয়ার্ধের শুরুতে মনবীর-কৃষ্ণারা ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ৬২ মিনিটে জনি কাউকো ওপেন সিটার মিস করেন। তারপর শুধুই স্কোয়ার-ব্যাক পাসের ফুলঝুরি! ম্যানেজার অ্যান্টোনিও লোপেজ হাবাস নিজেও বুঝতে পারছেন না দলের এমন হতশ্রী ফুটবল খেলার কারণ। আগামী বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ATK Mohun Bagan Habas reaction : তিরির অন্তর্ভুক্তিতেও মোহনবাগানের রক্ষণ সমস্যা মিটল না, চিন্তায় কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল