গত দু’টি ম্যাচে হারতে হয়েছিল এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে দানা বাঁধছিল হারের হ্যাটট্রিকের আশঙ্কা। শনিবারের ম্যাচে হাবাসের (Antonio Lopez Habas) দল হারেনি ঠিকই। কিন্তু জেতেওনি।
advertisement
লিড নিয়েও তা ধরে রাখতে না পারার খেসারত দিতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট পেয়ে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে কলকাতার দলটি। ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC)। শনিবার রক্ষণ জমাট করতে ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছিলেন কোচ হাবাস। চোট সারিয়ে প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেললেন তিরি (Tiri)। তবে তাঁর অন্তর্ভুক্তিতেও রক্ষণ শক্তিশালী হয়নি।
চাপে পড়লেই কেঁপেছেন প্রীতম কোটাল-শুভাশিস বসুরা। এদিন ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় এটিকে মোহন বাগান। সেন্টার লাইনের একটু উপর থেকে রয় কৃষ্ণার ডিফেন্স চেরা থ্রু খুঁজে নেয় বাঁদিক দিয়ে ওঠা লিস্টন কোলাসো (Liston Colaco)। চলতি বলেই নেওয়া শটে চেন্নাইয়ান এফসি জাল কাঁপিয়ে দেন তিনি (১-০)। তারপর একের পর এক আক্রমণ ধেয়ে আসে মোহন বাগান বক্সে। ২১ মিনিটে শুভাশিস বসু গোললাইন সেভ না করলে বিপদ অনিবার্য ছিল।
তবে প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় চেন্নাইয়ের দলটি। বক্সের বাইরে থেকে ভ্লাদিমির কোম্যান ডানপায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন (১-১)। তাঁর শটের সময় বলের উপর থেকে পা তুলে নেন জনি কাউকো! শনিবার এটিকে মোহন বাগানের মিডফিল্ডাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ। লিঙ্কম্যানের অভাব সুস্পষ্ট। প্রান্তিক আক্রমণও তৈরি হয়নি পরিকল্পনামাফিক। বাধ্য হয়ে নীচে নামতে হল রয় কৃষ্ণাকে।
এই ম্যাচে তাঁকে বোতলবন্দি করে রাখলেন চেন্নাই স্টপার ডামজানোভিচ। নিজেদের গোলের আগেও সবুজ-মেরুন রক্ষণ টলমল করেছে। রাইট ব্যাক আশুতোষ মেহতা আত্মঘাতী গোল প্রায় করে ফেলেছিলেন। ২৮ মিনিটে চেন্নাইয়ান এফসি’র অনিরুদ্ধ থাপা সুযোগ নষ্ট করেন। বিরতির আগে চোট পাওয়া মনবীরের চিকিৎসা করতে এসে চেন্নাইয়ানের এক ফুটবলারকে সজোরে ধাক্কা মারেন মোহন বাগান ফিজিও লুইস। তাঁকে লাল কার্ড দেখান রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতে মনবীর-কৃষ্ণারা ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ৬২ মিনিটে জনি কাউকো ওপেন সিটার মিস করেন। তারপর শুধুই স্কোয়ার-ব্যাক পাসের ফুলঝুরি! ম্যানেজার অ্যান্টোনিও লোপেজ হাবাস নিজেও বুঝতে পারছেন না দলের এমন হতশ্রী ফুটবল খেলার কারণ। আগামী বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান।