TRENDING:

Abhishek Porel in India U19 Squad: করোনার ধাক্কা, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতীয় দলে যোগ দিচ্ছেন অতিরিক্ত ৫ ক্রিকেটার, ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন ঈশানের ভাই অভিষেক পোড়েল

Last Updated:

Ishan Porel's cousin Abhishek Porel in India U19 Squad: এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ঈশান পোড়েল। এবার সেই একই মঞ্চে ডাক পেলেন তাঁরই খুড়তুতো ভাই অভিষেক পোড়েলও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঈরণ রায় বর্মন, কলকাতা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে আচমকাই ডাক পেলেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিষেক পোড়েল। তড়িঘড়ি ওয়েস্ট ইন্ডিজ পাড়ি দিচ্ছেন অভিষেক। রবিবার দিল্লি হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা অভিষেকের। তবে শুধু অভিষেক নন আরও চারজন ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে যোগ দিতে যাচ্ছেন ব্রায়ান লারার দেশে (Ishan Porel's cousin Abhishek Porel in India U19 Squad)।
অভিষেক পোড়েল
অভিষেক পোড়েল
advertisement

বিশ্বকাপের মাঝেই আচমকা ক্রিকেটারদের ডেকে পাঠানোর অন্যতম কারণ করোনায় জর্জরিত অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। গ্রুপের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দলের অধিনায়ক ইয়াশ ধুল-সহ ৬ জন ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ হয়। সেই সময় ম্যাচ বাতিল না হলেও আক্রান্ত ক্রিকেটারদের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন-বিরাটকে শো-কজের কোনও পরিকল্পনাই ছিল না... সম্পূর্ণ ভুল খবর ! মুখ খুললেন সৌরভ

advertisement

৬ জন ছাড়া স্কোয়াডের বাকি সব ক্রিকেটারদের নিয়েই সেই ম্যাচ খেলে সহজে জয় ভারত। ইতিমধ্যেই গ্রুপের দুটি ম্যাচ জিতে নক আউটে যোগ্যতা অর্জন করে নিয়েছে টিম ইন্ডিয়া। শনিবার গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার বিরুদ্ধে নামবে ভারত। তবে সূত্রের খবর, নকআউটে ক্রিকেটারদের পাওয়ার ব্যাপারে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। যেভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন ক্রিকেটাররা, ভবিষ্যতেও যে অন্য কেউ আক্রান্ত হবেন না সেই নিশ্চয়তা নেই।

advertisement

আর এমন পরিস্থিতি হলে তখন প্রথম একাদশ মাঠে নামানোই প্রশ্নের মুখে পড়ে যাবে। আর সেই সমস্যা এড়াতেই দ্রুত ব্যবস্থা নিতে চাইছিলেন বোর্ড কর্তারাও। আর সবদিক বিচার করে পাঁচজন রিজার্ভ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই পাঁচ জনের মধ্যেই রয়েছেন বাংলার ক্রিকেটার ঈশান পোড়েলর ভাই অভিষেক পোড়েল।

advertisement

আরও পড়ুন-Viral News: দিন-রাত দরজা বন্ধ করে ধূমপান করতেন দম্পতি, ফল হল মারাত্মক!

এছাড়াও যাচ্ছেন উধায় শাহারণ, ঋষিথ রেড্ডি, অন্শ গোসাঁই এবং পিএম সিংহ রাঠোর। আগামিকাল দুপুরে দিল্লি হয়ে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছবেন অভিষেকরা। বিশ্বকাপের আগে অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে সুযোগ পেলেও শেষ পর্যন্ত অভিষেক মূল দলে ডাক পাননি। তবে কোচবিহার ট্রফিতে বাংলার হয়ে পরপর ম্যাচে সেঞ্চুরি করতে থাকেন বাংলার উইকেট কিপার ব্যাটার। অভিষেকের ব্যাটে ভর করে নক আউটে পৌঁছে যায় বাংলা। তবে করোনার জন্য সেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আচমকা বিশ্বকাপে ডাক পেয়ে উচ্ছ্বসিত অভিষেক। তবে প্রথমে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন অভিষেক। আসলে অভিষেকের পাসপোর্ট ছিল না। তবে সিএবির উদ্যোগে শুক্রবার পাসপোর্ট হাতে পায় অভিযোগ পোড়েল। ২০১৮ সালে এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ঈশান পোড়েল। এবার সেই একই মঞ্চে ডাক পেলেন তাঁরই খুড়তুতো ভাই অভিষেক পোড়েলও। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান ধোনির এই অন্ধ ভক্ত।

বাংলা খবর/ খবর/খেলা/
Abhishek Porel in India U19 Squad: করোনার ধাক্কা, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতীয় দলে যোগ দিচ্ছেন অতিরিক্ত ৫ ক্রিকেটার, ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন ঈশানের ভাই অভিষেক পোড়েল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল