জয় শাহ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রাক্তন বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক স্তম্ভ আইএস বিন্দ্রার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আশা করছি, ওঁর দেখানো পথে ভবিষ্যৎ প্রজন্ম হাঁটবে।”
১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পঞ্জাব ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন বিন্দ্রা। পঞ্জাব ক্রিকেটের উন্নতির নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। তাঁর সময়েই মোহালি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছিল। ২০১৫ সালে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আইএস বিন্দ্রা স্টেডিয়াম রাখা হয়। ১৯৮৭ এবং ১৯৯৬ বিশ্বকাপের আয়োজন ভারতে করা হয়েছিল। আর এই আয়োজনে জগমোহন ডালমিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে আইএস বিন্দ্রা গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। এই দুই বিশ্বকাপের আসরই ভারতে বসাতে যথেষ্ট পরিশ্রম করেছিলেন তিনি।
advertisement
১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বিন্দ্রা। ঘরোয়া ক্রিকেটের উন্নতি এবং বিশ্বক্রিকেটে ভারতের গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল আইএস বিন্দ্রার।
