সানিয়া মির্জার অবসর পার্টির সময় ইরফান পাঠানের স্ত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানে তাঁকে মাস্ক ছাড়াই দেখা যায়। ইরফান পাঠানের স্ত্রী সাফা বেগকে সবসময় মাস্ক পরে থাকতে দেখা যায়। এমনকী ইরফান পাঠান যখন তাঁর স্ত্রীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন তখনও সাফার মুখ দেখা যায় না।
আরও পড়ুন- হু হু করে বইছে হাওয়ার, তারমধ্যে ছাদে বসে কার সঙ্গে দাবা খেলছেন পন্থ, ভাইরাল
advertisement
এমন পরিস্থিতিতে সাফা বেগের মুখ সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠলে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন ভক্তরা। কিছু ভক্ত সাফা বেগের সৌন্দর্যের প্রশংসা করছেন, আবার কিছু ভক্ত তাঁকে ট্রোল করছেন।
সানিয়া মির্জার অবসর পার্টির অনুষ্ঠান চলাকালীন ছবি তোলার সময় তাঁর মুখ ঢেকে রাখা হলেও পার্টি থেকে বেরোনোর সময় লিফটে মাস্ক ছাড়াই সাফার মুখ দেখা যায়।
ইরফান পাঠান এবং সাফা বেগ ২০১৬ সালে বিয়ে করেছিলেন। সাফা বেগ দুবাইয়ের বাসিন্দা। বিয়ের আগে সাফা জনপ্রিয় মডেল ছিলেন। সাফাকে প্রথমবার দেখেই পছন্দ হয় পাঠানের। দুবছর ডেট করার পর মক্কায় বিয়ে করেন তাঁরা।
ইরফান পাঠানের চেয়ে সাফা বেগ ১০ বছরের ছোট। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা প্রায়ই সাফা বেগের মুখ লুকানোর জন্য ইরফান পাঠানকে ট্রোল করেন। ইরফান পাঠানের ছেলে ইমরান ইনস্টাগ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানের ছবি দিয়েছিলেন। সেই ছবিতে সাফার মুখ ঝাপসা করার জন্য ব্যাপকভাবে ট্রোলড হন পাঠান।
আরও পড়ুন- ব্যাটে-বলে ম্যাথিউজ শো, দাপটের সঙ্গে আরসিবিকে ৯ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স
ইরফান পাঠানের ট্রোলিং নিয়ে সাফা একটি সাক্ষাত্কারে বলেছিলেন, “আমি আমার ছেলে ইমরানের জন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছি। আমি সেখানে কিছু পোস্ট করি যাতে ও বড় হয়ে সুন্দর স্মৃতিগুলো দেখতে পারে। আমি এই অ্যাকাউন্ট পরিচালনা করি এবং আমি ওই নির্দিষ্ট ছবির জন্য আমার মুখ ঝাপসা করে দিয়েছি। এটা সম্পূর্ণভাবে আমার সিদ্ধান্ত ছিল। ইরফান আমাকে কোনওরকম জোরাজুরি করেনি।