Rishabh Pant: হু হু করে বইছে হাওয়ার, তারমধ্যে ছাদে বসে কার সঙ্গে দাবা খেলছেন পন্থ, ভাইরাল হল ভিডিও

Last Updated:

Rishabh Pant: কেমন আছেন ঋষভ পন্থ, রইল ভাইরাল হওয়া আপডেট

ঝষভ পন্থ ধীরে ধীরে সেরে উঠছেন৷
ঝষভ পন্থ ধীরে ধীরে সেরে উঠছেন৷
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচের সিরিজ খেলছে৷ এই সময়ের টিম ইন্ডিয়ার সবচেয়ে ভাল উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant) অবশ্য এই মুহূর্তে দলের থেকে বহুদূরে একলা সময় কাটাচ্ছেন৷ পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত পন্থ রুড়কিতে নিজের বাড়িতে ধীরে ধীরে সেরে উঠছেন৷
নিজের অ্যাক্সিডেন্টের কারণে দলের সঙ্গে গুরুত্বপূর্ণ সিরিজের অংশ হতে পারেননি তিনি৷ তাঁর যে পরিমাণ সময় লাগবে তাতে আগামী কবে আবার মাঠে  ফিরতে পারবেন তা নিয়ে নানা মহলে এখনও সংশয় রয়েছে৷ সৌরভ গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগে জানিয়েছিলেন মাঠে ফিরতে পন্থের এখনও দেড় থেকে দু বছর সময় লাগবে৷
advertisement
advertisement
সম্প্রতি রুড়কিতে নিজের বাড়ির ছাদে একা বসে পন্থ দাবা খেলছেন৷ পন্থ নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের স্টোরিতে এই ছবি পোস্ট করেছেন৷ নিজের স্টোরির ক্যাপশনে পন্থ আবার লিখেছেন ভেবে বলুন তো আমার সঙ্গে কে খেলছেন?
advertisement
পন্থ আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে বোঝা যাচ্ছিল হু হু করে বয়ে চলা হাওয়ার মধ্যে তিনি বসে দাবা খেলছেন৷
আসলে ঋষভ পন্থ যেভাবে অ্যাক্সিডেন্টে আহত হয়েছিলেন তাতে এক সময়ে তাঁর জীবন সংশয় অবধি হতে পারত, কিন্তু চিকিৎসকদের সফল প্রচেষ্টা এবং ঋষভ পন্থের অসম্ভব জীবনীশক্তির ফলে ফের রিহ্যাব প্রসেসে রয়েছেন পন্থ৷
advertisement
এই সময়ে নিজেকে মোটিভেট রাখতে বিভিন্ন জিনিস করছেন তিনি৷ আর তাই এই দাবা খেলাও নিশ্চিতভাবেই এই পদ্ধতিরই একটি অংশ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant: হু হু করে বইছে হাওয়ার, তারমধ্যে ছাদে বসে কার সঙ্গে দাবা খেলছেন পন্থ, ভাইরাল হল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement