এবার সেই ঘটনায় নতুন মোড়। তানিয়া সিং আত্মহত্যা মামলায় সানরাইজার্স হায়দরাবাদের তারকা অলরাউন্ডার এবং পাঞ্জাবের ঘরোয়া ক্রিকেটার অভিষেক শর্মাকে সমন পাঠিয়েছে সুরাট পুলিশ।
সুরাট পুলিশ অভিষেক শর্মাকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। এই মামলার তদন্তকারী অফিসার জানতে পেরেছেন, তানিয়ার সঙ্গে আইপিএল খেলোয়াড় অভিষেক শর্মার যোগাযোগ ছিল।
আরও পড়ুন- পাকিস্তানে সানিয়ার নামে ধ্বনি, রেগে আগুন সানা! তারপর যা ঘটল কল্পনার বাইরে
advertisement
কিছুদিন ধরে অভিষেক ও তানিয়ার মধ্যে কোনো যোগাযোগ ছিল না। অভিষেককে তাঁর ও তানিয়ার বন্ধুত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ।
ভেসু থানার পুলিশ আধিকারিক বলেছেন, ‘কল লিস্ট বলছে, তানিয়া ও অভিষেক শর্মার মধ্যে সম্প্রতি কোনও যোগাযোগ হয়নি। অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে।’
তানিয়া সিংয়ের আত্মহত্যার তথ্য প্রকাশ্যে আসার পর গোটা সুরাট শহরে তোলপাড়। মাত্র ২৮ বছর বয়সে আত্মহত্যা করেন এই মডেল।
অভিষেক শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অলরাউন্ডার হিসেবে খেলেন। এখনও পর্যন্ত তিনি ৪৭টি ম্যাচ খেলে ৮৯৩ রান করেছেন তিনি।
আরও পড়ুন- আজ সৌরভ-ডোনার বিবাহবার্ষিকী, আবার আজই সৌরভের জীবনের এক চরম ‘দুঃখের দিন’!
আইপিএল ছাড়াও ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে খেলেন অভিষেক। সম্প্রতি তাঁকে রনজি ট্রফিতে খেলতে দেখা গেছে। রনজি ট্রফির এই মরশুমে অভিষেক পাঞ্জাবের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন, ১৯৯ রান করেছেন।