Sania Mirza: পাকিস্তানে সানিয়ার নামে ধ্বনি, শোয়েবের খেলা দেখতে গিয়ে রেগে আগুন সানা! তারপর যা ঘটল কল্পনার বাইরে

Last Updated:
Sana Javed got angry after hearing Sania Mirza Name Chants in Pakistan:সানিয়াকে জীবন থেকে বাদ দিলেও ভারতীয় টেনিস তারকার নাম কিছুতেই পিছু ছাড়ছে না শোয়েব মালিক ও তার তৃতীয় বউ অভিনেত্রী সানা জাভেদের। এবার চরম 'টিটকিরি'-র শিকার হতে হল সানা জাভেদকে।
1/6
শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
advertisement
2/6
অন্যদিকে সানিয়াকে জীবন থেকে বাদ দিলেও ভারতীয় টেনিস তারকার নাম কিছুতেই পিছু ছাড়ছে না শোয়েব মালিক ও তার তৃতীয় বউ অভিনেত্রী সানা জাভেদের। এবার চরম 'টিটকিরি'-র শিকার হতে হল সানা জাভেদকে।
অন্যদিকে সানিয়াকে জীবন থেকে বাদ দিলেও ভারতীয় টেনিস তারকার নাম কিছুতেই পিছু ছাড়ছে না শোয়েব মালিক ও তার তৃতীয় বউ অভিনেত্রী সানা জাভেদের। এবার চরম 'টিটকিরি'-র শিকার হতে হল সানা জাভেদকে।
advertisement
3/6
পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলেন শোয়েব মালিক। রবিবার পিএসএলে করাচি কিংসের ম্যাচ ছিল মুলতানের বিরুদ্ধে। নতুন বিয়ের পর স্বামীর খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সানা।
পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলেন শোয়েব মালিক। রবিবার পিএসএলে করাচি কিংসের ম্যাচ ছিল মুলতানের বিরুদ্ধে। নতুন বিয়ের পর স্বামীর খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সানা।
advertisement
4/6
মাঠে গিয়ে অন্য অভিজ্ঞতার সাক্ষী থাকতে হল শোয়েবের নতুন বউকে। বাউন্ডারির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁকে চিনে ফেলেন দর্শকেরা। সানিয়ার নামে চিৎকার করতে থাকেন তাঁরা।
মাঠে গিয়ে অন্য অভিজ্ঞতার সাক্ষী থাকতে হল শোয়েবের নতুন বউকে। বাউন্ডারির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁকে চিনে ফেলেন দর্শকেরা। সানিয়ার নামে চিৎকার করতে থাকেন তাঁরা।
advertisement
5/6
লাগাতার সানিয়া মির্জার নামে চিৎকার শুমে ক্ষণিকের জন্য মেজাজও হারান সানা জাভেদ। রেগে গিয়ে দর্শকদের দিকে তাকাতে থাকেন। পরে সানিয়া নামের ধ্বনি শুনে থাকতে না পেরে মাঠ ছেড়ে বেরিয়ে যান।
লাগাতার সানিয়া মির্জার নামে চিৎকার শুমে ক্ষণিকের জন্য মেজাজও হারান সানা জাভেদ। রেগে গিয়ে দর্শকদের দিকে তাকাতে থাকেন। পরে সানিয়া নামের ধ্বনি শুনে থাকতে না পেরে মাঠ ছেড়ে বেরিয়ে যান।
advertisement
6/6
প্রসঙ্গত, শোয়েব-সানার বিয়ে মেনে নেয়নি পাকতারকার পরিবার। সানিয়ার পাশে দাঁড়িয়েছে শোয়েবের পরিবার। এবার যেভাবে পাকিস্তান সাধারণ মানুষও মাঠে সানিয়ার পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই উল্লেখযোগ্য।
প্রসঙ্গত, শোয়েব-সানার বিয়ে মেনে নেয়নি পাকতারকার পরিবার। সানিয়ার পাশে দাঁড়িয়েছে শোয়েবের পরিবার। এবার যেভাবে পাকিস্তান সাধারণ মানুষও মাঠে সানিয়ার পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই উল্লেখযোগ্য।
advertisement
advertisement
advertisement