পরে তাকে কেনার লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত বাকি তিন ফ্রাঞ্চাইজিকে হারিয়ে ১৪ কোটি টাকায় দীপক চাহারকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস, তারই পুরোনো দল। হ্যাঁ, ১৪ কোটি টাকা! এত দাম শুনে দিপক নিজেই ঘাবড়ে গিয়েছিলেন। জাতীয় দলের এই তারকা নিজেই নাকি চাইছিলেন, তার দাম আর না উঠুক! আজব কথাই বটে! রবিবার নিলামের দ্বিতীয় দিন চাহার শুনিয়েছেন সেই অভিজ্ঞতার কথা।
advertisement
কেন চাইছিলেন দামটা আর না বাড়ুক, সেই ব্যাখ্যাও দিলেন ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার। দীপক বলেন, জাতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে আছি। হোটেলে নিজের ঘরে বসে নিলাম দেখছিলাম। যখন আমার দাম ১৪ কোটিতে উঠে যায়, ভাবছিলাম এর চেয়ে বেশি পাওয়া উচিত নয়। চেন্নাই সুপার কিংস যদি দরকষাকষি থেকে সরে দাঁড়াত আমার খুব খারাপ লাগত। আমি সিএসকের হয়েই খেলতে চেয়েছিলাম কারণ হলুদ জার্সি ছাড়া নিজেকে ভাবতে পারি না।
সঙ্গে যোগ করেন, একবার মনে হয়েছিল অনেক বেশি দাম উঠে গেছে। মনে হচ্ছিল, সিএসকের দলটাও ভাল হওয়া উচিত। ১৩ কোটি দাম উঠে যাওয়ার পরই মনে হচ্ছিল, এবার থামুক। তাহলে সিএসকে আরও কিছু ক্রিকেটার কিনতে পারবে। আমার কাছে সিএসকে একটা পরিবারের মত। ধোনি ভাই, রবীন্দ্র জাদেজা, মইন আলি আমার বড় ভাইয়ের মত।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে মনে করেন দীপক চাহার। ইদানিং ভারতীয় দলে বোলিং এর পাশাপাশি নিজের ব্যাটিং ক্ষমতা দেখিয়েছেন। জানেন সাদা বলের ক্রিকেট টিকে থাকতে গেলে অলরাউন্ডার হিসেবে পারফর্ম করা কতটা গুরুত্বপূর্ণ। নিজের খেলায় আরও উন্নতি চান দীপক চাহার।