NCA foundation stone: সৌরভ, জয় শাহদের হাত ধরে এনসিএর নতুন পরিকাঠামোর শিলান্যাস হল বেঙ্গালুরুতে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
BCCI President Sourav Ganguly along with Jay Shah and VVS Laxman lays foundation stone for NCA. বেঙ্গালুরুতে এনসিএর নতুন বিল্ডিং এর উদ্বোধনে সৌরভ, জয় শাহ, ভিভিএস লক্ষ্মণ
#বেঙ্গালুরু: ভারতের ভবিষ্যৎ ক্রিকেটারদের ভিত শক্ত করার কাজ তৈরি করে জাতীয় ক্রিকেট একাডেমি। আধুনিক ট্রেনিং থেকে শুরু করে ক্রিকেটের বিভিন্ন খুঁটিনাটি এবং বৈজ্ঞানিক পরিচর্চা হয় এখানে। ভারতের আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম যাতে সেরা পরিকাঠামো পায়, সেদিকে খেয়াল রাখার পেছনে বড় ভূমিকা রয়েছে এনসিএর। তাই ভারতীয় ক্রিকেটের যতই অর্থের ছড়াছড়ি হোক,
এনসিএর গুরুত্ব সব সময় অপরিসীম।
advertisement
আইপিএল নিলাম শেষ হতেই আজ আরও একটা বড় কাজ সেরে ফেলল সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। শুরু হয়ে গেল বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিকে ঢেলে সাজানোর কাজ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনেই শিলান্যাস হয়ে গেল নতুন এনসিএ-র। হল পুজোপাঠ। শাবল হাতে দেখা গেল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণকে। সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ ঠাকুর অরুণ সিং ধরলেন কোদাল!
advertisement
The new National cricket Academy starts from today ..laid the foundation stone of the new place today in bengaluru @bcci pic.twitter.com/VPHYxcC4yH
— Sourav Ganguly (@SGanguly99) February 14, 2022
বিসিসিআই সভাপতি হওয়ার পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ জোর দেন ন্যাশনাল ক্রিকেট আকাদেমির উপর। ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন সঠিক দিশায় যাতে এগোতে পারে সেজন্য দায়িত্ব দিয়েছিলেন রাহুল দ্রাবিড়কে। দ্রাবিড় প্রশংসনীয় ভূমিকা পালন করেন এনসিএ-তে। তিনি ভারতীয় দলের কোচ হওয়ার পর এনসিএ-র ডিরেক্টর পদে নিয়ে আসা হয়েছে ভিভিএস লক্ষ্মণকে।
advertisement
ভারতীয় দলের ক্রিকেটাররা চোট পেলে তাঁদের সুস্থ করে তোলার প্রক্রিয়া চলে এনসিএতে। এ ছাড়া পুরুষ ও মহিলা ক্রিকেটারা এখানে প্রশিক্ষিত হন। কোচিং কোর্স থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের খুঁটিনাটি বিষয়ের সঙ্গে জড়িয়ে এই এনসিএ। বেঙ্গালুরুতে সেই এনসিএ-র পরিকাঠামোকে ঢেলে সাজাতেও উদ্যোগ নেয় বিসিসিআই, যা আজ আরেকটা ধাপ এগিয়ে গেল।
নতুন এনসিএ-র ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জয় শাহ টুইটারে লেখেন, বিসিসিআইয়ের সকলে একযোগে ক্রিকেটের বাস্তুতন্ত্রকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। এনসিএ-তে প্রতিভা বিকাশের সহায়ক পরিকাঠামো গড়ে তুলতেই এই সেন্টার অব এক্সেলেন্স। কর্নাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াজ ডেভেলপমেন্ট বোর্ড বা কেআইএডিবি-র কাছ থেকে ৫০ কোটি টাকার বিনিময়ে ৯৯ বছরের লিজে জমি পেয়েছিল বিসিসিআই, অবশ্যই কর্নাটক সরকারের সহযোগিতায়।
advertisement
২০২৪ সালের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। বিশ্বের সেরা ক্রিকেট একাডেমি হিসেবে ধরা হয় এই এনসিএ মডেলকে। তবে বিসিসিআই আগামী দিনে আরও উন্নতি করতে চায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2022 5:33 PM IST