সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জাতীয় দলে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল শাহরুখ খানকে। ভারতীয় বোর্ডের কর্তারা হিসেবে দেখেছেন এই বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শাহরুখ খানকে কিছুটা দেখে নিতে চান তারা। ভারতের ঘরোয়া ক্রিকেটে সাদা বলে তামিলনাড়ুর সাফল্যের নেপথ্যে ছিল শাহরুখ খান ও সাই কিশোরের ধারাবাহিক পারফরম্যান্স।
advertisement
বিগত তিন মরশুম ধরে তাঁরা প্রশংসনীয় পারফরম্যান্স করে চলেছেন। আইপিএলেও পঞ্জাব কিংস দলে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখ খানকে। তাঁকে পঞ্জাব ধরে রাখতে চেয়েছিল বলেও খবর। কিন্তু শাহরুখ নিজেই আইপিএল নিলামে নিজেকে রাখতে চেয়েছেন, বেশি দর পাওয়ার প্রত্যাশায়। এখনও ভারতীয় দলের হয়ে খেলেননি, ফলে আনক্যাপড ক্রিকেটার হিসেবে তাঁদের দুজনকে নিয়ে ভালোই টানাটানি হতে পারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে সেটা প্রত্যাশিত ছিল।
সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে কর্নাটকের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁর অবদান ছিল। শাহরুখ শেষ বলে ছক্কা হাঁকিয়ে ১৫ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে খেতাব জয় নিশ্চিত করেন। শাহরুখ খান জানিয়েছেন পঞ্জাব কিংস দলের হয়ে খেলতে পেরে তিনি খুব খুশি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।