TRENDING:

IPL Auction 2022, Shreyas Iyer: জ্যাকপট মারল কেকেআর! ১২.২৫ কোটিতে ঘরে তুলল অধিনায়ক শ্রেয়স আইয়ারকে

Last Updated:

IPL Auction 2022 KKR buys Shreyas Iyer for 12 crores 25 lacs. শ্রেয়স আইয়ারকে পেয়ে অধিনায়ক এবং মিডল অর্ডার সমস্যা দূর হবে কেকেআরের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: আইপিএলের ইতিহাসে ৮৭ ম্যাচ ২৩৭৫ রান করেছেন শ্রেয়স আইয়ার। দিল্লির জার্সিতে যথেষ্ট ভরসা দিয়েছিলেন এর আগে। তবে নতুন ৪ জন খেলোয়াড় ধরে রাখার তালিকায় তাকে রাখিনি দিল্লি ক্যাপিটালস। রাখার ইচ্ছা থাকলেও তাকে অধিনায়ক করা হবে না জানিয়ে দেওয়া হয়েছিল। শ্রেয়স পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক না হলে তিনি দলে থাকবেন না।
রেকর্ড টাকায় শ্রেয়স আইয়ারকে তুলে নিল কেকেআর
রেকর্ড টাকায় শ্রেয়স আইয়ারকে তুলে নিল কেকেআর
advertisement

আরও পড়ুন - IPL Auction 2022, Pat Cummins: সেরা ফাস্ট বোলার হিসেবে প্যাট কামিন্সকে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে অনবদ্য ৮০ রানের ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়সকে লড়াই করে ১২ কোটি ২৫ লাখ টাকার বিনিময় ছিনিয়ে নিল তারা। অবশ্যই অধিনায়ক হবেন তিনি। শ্রেয়সকে দলে নেওয়ার কারণে মিডল অর্ডার সংগঠিত হবে কলকাতার।

advertisement

কারণ শুভমন গিলকে আগেই ছেড়ে দিয়েছিল তারা। শ্রেয়স তিন বা চার নম্বরে যথেষ্ট ভরসা দিতে পারেন। তিনি প্রমাণিত ব্যাটসম্যান। তাছাড়া এখন ছন্দে রয়েছেন। তিনি ক্যাপ্টেন হিসেবে লম্বা রেসের ঘোড়া। ইয়ন মরগ্যান কেকেআরকে গতবার ফাইনালে তুললেও নিজে একেবারেই ছন্দে ছিলেন না। তাই কেকেআর এমন একজন অধিনায়ক এর খোঁজে ছিল যে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বড় ইনিংস খেলতে পারেন।

advertisement

সেদিক থেকে শ্রেয়সকে দলে নিয়ে জ্যাকপট মেরেছে কেকেআর। তাছাড়া এটাই শেষ নিলাম। এরপর আইপিএলে ট্রানস্ফার উইন্ডো চালু হবে। তাই ভবিষ্যতের কথা ভেবে এমন একজন অধিনায়ক দরকার ছিল যিনি অন্তত আগামী ৩ বছর দলকে নেতৃত্ব দিতে পারবেন। শ্রেয়স শেষ কয়েকটা মাস বেশ লড়াই করেছেন। অস্ত্রপ্রচার হয়েছিল। তারপর ফিরে আসতে সময় লেগেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

অবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নাগপুরে অনবদ্য শতরান করেন। একদিনের ক্রিকেটে ছন্দে। ভারতীয় ক্রিকেটের আঙিনায় তিনি টি টোয়েন্টি এবং একদিনের দলের অন্যতম সেরা পছন্দ। তাকে পাওয়ার ফলে কেকেআর শক্তি বাড়াল সন্দেহ নেই।

বাংলা খবর/ খবর/খেলা/
IPL Auction 2022, Shreyas Iyer: জ্যাকপট মারল কেকেআর! ১২.২৫ কোটিতে ঘরে তুলল অধিনায়ক শ্রেয়স আইয়ারকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল