TRENDING:

History Created In IPL: আইপিএলে যা করল সানরাইজার্স হায়দরাবাদ, বিশ্বে কোনও ক্রিকেট দলের নেই যে নজির, ধামাকা বিশ্বরেকর্ড

Last Updated:

History Created In IPL: রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানানোর পর, SRH ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL)- দল সানরাইজার্স হায়দরাবাদ রবিবার (২৩ মার্চ) ইতিহাস তৈরি করল৷  বিশ্বের প্রথম দল হিসেবে যারা টি২০ তে চারটি ২৫০+ স্কোর পোস্ট করেছে। হায়দরাবাদ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি এই নজির গড়ে আইপিএল ২০২৫ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন৷ ফলে প্রথমে ব্যাট করে SRH৷  ইশান কিশান ৪৭ বলে ১০৬ রান এবং ট্রাভিস হেডে ৩১ বলে ৬৭ রান করে দলকে রানের পাহাড় চুড়োয় পৌঁছে দেন৷ ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে। আর এরই সঙ্গে পৃথিবীর কোনও ফর্ম্যাটে কোনও দলের যা নজির নেই তাই করে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ৷
সানরাইজার্স হায়দরাবাদের খেলায় নতুন নজির
সানরাইজার্স হায়দরাবাদের খেলায় নতুন নজির
advertisement

IPL ২০২৫ মরশুমের প্রথম ম্যাচে ২৮৬ রান SRH-র টি২০ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। IPL ২০২৪ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৫ এপ্রিল, ২০২৪ তারিখে SRH ২০ ওভারে ৩ উইকেটে ২৮৭ রান সংগ্রহ করেছিল।

আরও পড়ুন – Ammonia Gas Leak: হু হু করে বেরোচ্ছে অ্যামোনিয়া গ্যাস, নিঃশ্বাস নিতে ছটফট করছে মানুষ, এলাকা থেকে লোক সরাচ্ছে পুলিশ

advertisement

IPL ২০২৪ এ, SRH মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭ মার্চ, ২০২৪ তারিখে হায়দারবাদে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৭৭ রান এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ এপ্রিল, ২০২৪ তারিখে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ২৬৬/৭ রান করেছিল৷

টি২০ ক্রিকেটে সর্বাধিক ২৫০+ স্কোর

SRH -র টি২০ তে ২৫০+ স্কোর

ভারতে-র টি২০আই তে ২৫০+ স্কোর

advertisement

সারে -র টি২০ তে ২৫০+ স্কোর

ভারতীয় পুরুষ ক্রিকেট দল এবং ইংল্যান্ডের সারে প্রত্যেকে টি২০ তে তিনবার ২৫০+ রান সংগ্রহ করেছে।

পুরুষদের টি২০ ইন্টারন্যাশানাল ভারতের সর্বোচ্চ স্কোর ১২ অক্টোবর, ২০২৪ তারিখে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান।

এছাড়াও, ভারতীয় দল ১৫ নভেম্বর, ২০২৪ তারিখে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮৩/১ এবং ২২ ডিসেম্বর, ২০১৭ তারিখে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ ওভারে ২৬০/৫ রান সংগ্রহ করেছিল।

advertisement

সারে এর টি২০ ম্যাচে তিনটি ২৫০+ রান হল ৯ জুন, ২০২৩ তারিখে হোভে সাসেক্সের বিরুদ্ধে ২৫৮/৬; ২২ জুন, ২০২৩ তারিখে দ্য ওভালে মিডলসেক্সের বিরুদ্ধে ২৫২/৭, এবং ২০ জুলাই, ২০১৮ তারিখে ক্যান্টারবারিতে কেন্টের বিরুদ্ধে ২০ ওভারে ২৫০/৬।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টি২০ ম্যাচে সর্বাধিক রান সংগ্রহের সামগ্রিক রেকর্ড বারোদার দখলে। ২০২৪-২৫ সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফি ম্যাচে সিকিমের বিরুদ্ধে ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে ইন্দোরে বারোদা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেছিল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
History Created In IPL: আইপিএলে যা করল সানরাইজার্স হায়দরাবাদ, বিশ্বে কোনও ক্রিকেট দলের নেই যে নজির, ধামাকা বিশ্বরেকর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল