Ammonia Gas Leak: হু হু করে বেরোচ্ছে অ্যামোনিয়া গ্যাস, নিঃশ্বাস নিতে ছটফট করছে মানুষ, এলাকা থেকে লোক সরাচ্ছে পুলিশ

Last Updated:

Amonia Gas Leak: নৈহাটিতে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকে আতঙ্ক! পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল

বিষাক্ত গ্যাস লিক
বিষাক্ত গ্যাস লিক
উত্তর ২৪ পরগনা: নৈহাটিতে বরফ তৈরির কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে বিপত্তি। শ্বাসকষ্ট, চোখ গলা জ্বালা নিয়ে আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে বিষাক্ত গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের। জানা গিয়েছে, নৈহাটির রাজেন্দ্রপুরে একটি বরফ তৈরির কারখানার পাইপ লাইনের ভাল্ব লিক করে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে এলাকায়। এর ফলে এলাকার বহু বাসিন্দা শ্বাসকষ্ট, চোখ ও গলার জ্বালা সহ তীব্র অসুস্থতার শিকার হন।
আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবদাসপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিনের চেষ্টায় গ্যাসের তীব্রতা কমানোর চেষ্টা চালানো হচ্ছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তা বলেই জানা গিয়েছে। কাঁকিনাড়া ফায়ার ব্রিগেড অফিসার দিলীপ রায় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে, যাতে কোন রকম বিপত্তি না ঘটে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, জনবহুল এলাকায় এই ধরনের কারখানা অত্যন্ত বিপজ্জনক। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘গ্যাসের গন্ধে অনেকেই অসুস্থ বোধ করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমরা চাই প্রশাসন এই কারখানা বন্ধ করুক।’ যদিও এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন দেখার কতক্ষণে এই বিষাক্ত গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ammonia Gas Leak: হু হু করে বেরোচ্ছে অ্যামোনিয়া গ্যাস, নিঃশ্বাস নিতে ছটফট করছে মানুষ, এলাকা থেকে লোক সরাচ্ছে পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement