ঘুম থেকে উঠে অবশ্য তিনি এমন বোলিং করলেন যে সবই দেখে হা। পঞ্জাব কিংসের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের এই বোলার। তবে ভরা আইপিএলের মাঝে ম্যাচ চলাকালীন কোনও বোলার যে এভাবে ঘুমোতে পারেন, তা আর্চারকে না দেখলে অনেকে হয়তো বিশ্বাসই করতেন না।
এদিন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের সময় জোফ্রা আর্চারকে রাজস্থান রয়্যালসের সাজঘরে ঘুমোতে দেখা গিয়েছে। রাজস্থান সেই সময় ব্যাট করছিল। জোফ্রা আর্চার ঘুমোচ্ছিলেন। আর্চারের ঘুমনোর ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। এর আগে ইংল্যান্ডের ভারত সফরের সময়েও ডাগ আউটে বসে ঘুমিয়ে পড়েছিলেন আর্চার।
advertisement
আরও পড়ুন- পেটের দায়ে কাজ করতে এসেছিল, দাউদাউ আগুন শেষ করল সব, বন্ধুকে খুঁজে শেষে মিলল হাড়
ঘুমিয়ে উঠে বল করতে নেমে আর্চার দুর্দান্ত স্পেল করলেন। আগুনে পেস বোলিং বলতে যা বোঝায় ইংল্যান্ডের পেসার তাই করলেন। রাজস্থান রয়্যালস এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে। যশস্বী জয়সওয়াল ৬৭, সঞ্জু স্যামসন ৩৮ এবং রিয়ান পরাগের অপরাজিত ৪৩ রান রাজস্থানকে পৌঁছে দেয় ২০৫ রানে।
আরও পড়ুন- চারিদিকে হাহাকার, কিন্তু বাঁকুড়ার এই বিদ্যালয় রয়েছে খোশ মেজাজে! কারণ জানলে চমকে যাবেন!
পঞ্জাব ব্যাট করতে নেমে পড়ে দুরন্ত জোফ্রা আর্চারের পেসের সামনে। ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে পঞ্জাব। নেহাল ওয়াধেরা করেন ৬২ রান। এদিন পঞ্জাব কিংসকে ৫০ রানে হারালেন সঞ্জু স্যামসনরা। এ বারের আইপিএলে এই প্রথম রাজস্থানের অধিনায়কত্ব করছেন সঞ্জু। আর প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করলেন ক্যাপ্টেন। পঞ্জাব প্রথম দুই ম্যাচ জিতেছিল। তার পর ঘরের মাঠে ফিরে হারলেন শ্রেয়স আইয়াররা।