SSC Scam: চারিদিকে হাহাকার, কিন্তু বাঁকুড়ার এই বিদ্যালয় রয়েছে খোশ মেজাজে! কারণ জানলে চমকে যাবেন!

Last Updated:

বাঁকুড়ার ওন্দা ব্লকের ভোলা হিরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয়। অন্যান্য উচ্চ বিদ্যালয় গুলির মত দুঃখের বাতাবরণ নেই এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের ৩৬ জন টিচিং এবং নন টিচিং স্টাফদের এর মধ্যে একজনেরও চাকরি বাতিল হয়নি।

+
হিরাপুর

হিরাপুর উচ্চ বিদ্যালয়

বাঁকুড়া: বাঁকুড়ার ওন্দা ব্লকের ভোলা হিরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয়। অন্যান্য উচ্চ বিদ্যালয় গুলির মত দুঃখের বাতাবরণ নেই এই বিদ্যালয়ে। ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট আর তার পরেই অসুবিধা নেমে এসেছে উচ্চ বিদ্যালয়গুলিতে। টিচার্স রুমে তৈরি হয়েছে দুঃখের পরিবেশ। যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদের কেউ কেউ আসছেন বিদ্যালয়ে আবার কেউ কেউ আসছেন না। এই মত পরিবেশে ভোলা হিরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয় রয়েছে বেশ খোশ মেজাজে। বিদ্যালয়ের টিচার্স কমন রুমের বাতাবরণ বেশ সাবলীল।
আরও পড়ুন: ছেলের কাছে ফেরার দরজা বন্ধ বৃদ্ধার! বৃদ্ধাশ্রমের মালকিন চালাত নির্যাতন, দিত অজানা ওষুধও,
কারণ, জানলে আরও অবাক হবেন। বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্যে একজনেরও চাকরি বাতিল হয়নি। এই প্রসঙ্গে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার চক্রবর্তী জানিয়েছেন প্রত্যেকেই ২০১৬ সালের আগে নিযুক্ত হয়েছেন। এমন পরিস্থিতি বেশ মৌলিক বলেই দাবি করছেন প্রধান শিক্ষক। তিনি বলেন, “যেখানে গোটা রাজ্যজুড়ে চাকরি বাতিল হওয়ার কারণে একটা গম্ভীর বাতাবরণ তৈরি হয়েছে। সেখানে আমাদের বিদ্যালয়ে সেই পরিবেশ তৈরি হয়নি।”
advertisement
অপরদিকে জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের সমস্যা সৃষ্টি হচ্ছে।যেমন বাঁকুড়ার ইন্দাস হাই স্কুলে শুরু হয়েছে প্রথম সিমেটীভ পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের ছয় শিক্ষকের চাকরি বাতিল হ‌ওয়াই পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে চরম সমস্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে।
advertisement
আরও পড়ুন: পেটের দায়ে কাজ করতে এসেছিল, দাউদাউ আগুন শেষ করল সব, বন্ধুকে খুঁজে শেষে মিলল হাড়
এই তালিকায় রয়েছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস হাই স্কুলের ৬ জন শিক্ষক। এদের মধ্যে পাঁচজন শিক্ষক রয়েছেন এবং একজন ল্যাব্রোটেরি এটেনডেন্ট। এভাবেই জেলার মধ্যে তৈরি হয়েছে একটি দ্বৈত চিত্র। কোথাও কান না, তো কোথাও সাবলীল ভাবে চলছে বিদ্যালয়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Scam: চারিদিকে হাহাকার, কিন্তু বাঁকুড়ার এই বিদ্যালয় রয়েছে খোশ মেজাজে! কারণ জানলে চমকে যাবেন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement