এক যুবতী অভিযোগ দায়ের করেছে শিবালিকের বিরুদ্ধে। যুবতী জানিয়েছে, ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে গুজরাতের বডোদরা ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর সাক্ষাৎ শিবালিক শর্মার সাথে হয়। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব গভীর হয়ে যায়। এর পর ফোনে কথা বলতে শুরু করেন তারা।
আরও পড়ুন- শাহিদ আফ্রিদির ভাই ছিল জঙ্গি! খতম করেছিল ভারতীয় সেনার হাতে! বিরাট তথ্য ফাঁস
advertisement
এর পর দুই পরিবার একে অপরের সাথে দেখা করে। শিবালিকের বাবা-মা ২০২৩-এ যোধপুরে আসে। দুই পক্ষের সম্মতিতে বাগদানও হয়। যুবতীর অভিযোগ, বাগদানের পর যখন শিবালিক যোধপুরে আসে, তখন সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তার পর তাঁরা রাজস্থানে অনেক জায়গায় ঘুরতে যায়। কিন্তু, ২০২৪-এ সেই যুবতী এবং তার পরিবারকে বডোদরা ডাকা হয়। এর পর শিবালিকের বাবা-মা বাগদান ভেঙে দেয়।
পুলিশ তদন্ত শুরু করেছে। যোধপুরের যুবতী শিবালিক শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এএসপি আনন্দ সিং রাজপুরোহিত জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। যুবতীর বিবৃতি রেকর্ড করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অন্যান্য সাক্ষীদের বিবৃতি রেকর্ড করা হচ্ছে।
আরও পড়ুন- ১৩ বছরের ছোট নায়িকার ছবিতে লাইক বিরাট কোহলির! তোলপাড় সোশ্যাল মিডিয়া, এল ‘জবাব’
যুবতীর পক্ষ থেকে মামলা দায়ের হওয়ার পর এখন পুলিশ শিবালিক শর্মাকে গ্রেফতারিরও চেষ্টা করতে পারে বলে খবর।