অস্ট্রেলিয়া সফর সেরে দেশে ফিরেই টেস্ট শুরু হতে বাকি হাতে গোনা কয়েকটা দিন। তাই সীমিত সময়ে বিশ্রামের কথা না ভেবে লাল বলের অনুশীলনে ফিরতে তড়িঘড়ি কলকাতায় পৌছলেন গৌতম গম্ভীর ও শুভমান গিল। ভারতীয় দলের বাকি সদস্যরা আসবেন সোমবার। আগামি কয়েক দিন কলকাতাতেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে গোটা ভারতীয় দল।
আরও পড়ুনঃ সঞ্জুর বদলে সিএসকের কাছে বড় তারকাকে চাইল রাজস্থান, ভিডিও প্রকাশ করে বড় বার্তা দিল চেন্নাই
advertisement
প্রসঙ্গত, ১৪ ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দীর্ঘ ছয় বছর পর ইডেনে ফিরতে চলেছে টেস্ট ম্যাচ। টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর প্রথমবার ইডেনের নেতৃত্ব দেবেন গিল। একইসঙ্গে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন প্রোটিয়াদের বিরুদ্ধে চ্যালেঞ্জও খুব একটা সহজ হবে না ভারতীয় দলের। ফলে আগামী কয়েক দিন ক্রিকেট জ্বরে কাবু থাকবে তিলোত্তমা।
