এমআই-এর ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডার আগের ম্যাচগুলোতে উদ্বেগের কারণ ছিল। কিন্তু এখন সব ব্যাটসম্যান ছন্দে ফিরে এসেছে এবং “ব্লু ব্রিগেড” এখন এমন একটি দল যাদের হারানো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এলএসজির বিরুদ্ধে এমআই ৭ উইকেটে ২১৫ রান তোলে, যেখানে রায়ান রিকেলটন ৫৮ এবং সূর্যকুমার যাদব ৫৪ রান করেন। এরপর বোলিংয়ে বুমরাহ বল হাতে দারুণ নেতৃত্ব দেন এবং আইপিএল ২০২৫-এর তাঁর সেরা স্পেলে ২২ রানে ৪ উইকেট নিয়ে এলএসজিকে ১৬১ রানে অলআউট করে।
advertisement
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় মুম্বইয়ের কাছে ঐতিহাসিক। কারণ এই ম্যাচ জিতে এমন একটি রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্স যা শুধু আইপিএলের ইতিহাসে নয়, পৃথিবীর কোনও ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের দলের নেই। এলএসজির বিরুদ্ধে জয়টি ছিল আইপিএলে এমআই-এর ১৫০তম জয়। সবথেকে বেশি জয় পাওয়া ফ্রাঞ্চাইজি তারা আগে থেকেই ছিল, এবার প্রথম দল হিসেনে ১৫০-র মাইলস্টোন ছুঁল মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুনঃ Suryakumar Yadav: বিরাট নজির! ফের আকাশ ছুঁল স্কাই! এমন রেকর্ড নেই কোনও ভারতীয় ব্যাটারের
প্রসঙ্গত, ২৭১টি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৮টি সরাসরি জয় রয়েছে, আর দুইটি ম্যাচ সুপার ওভারে জিতেছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। সিএসকে এবং কেকেআর এখনও পর্যন্ত ১৪০ ও ১৩৪টি ম্যাচ জিতেছে।
