মঙ্গলবার লখনউয়ের ঘরের মাঠেই লখনউ সুপার জায়ন্টসকে হারাল পঞ্জাব কিংস৷ পঞ্জাব কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ প্রথমে ব্যাট করতে নেমে মিচেল মার্শকে ০ রানে প্যাকআপ করে বাড়ি পাঠিয়ে দেয়৷ তবে আইডেন মার্করম এবং নিকোলাস পুরান খেলতে শুরু করেন৷ ২৮ রান করে মার্করম আউট হন৷ ৩০ বলে ৪৪ রান করেন নিকোলাস৷ তাঁর ইনিংস ছিল ৫ টা চার এবং ২ টি ছক্কা ৷
advertisement
ঋষভ পন্থের ফ্লপ শো জারি৷ এদিন তিনি করেন মাত্র ২ রান৷ ম্যাক্সওয়েলের বলে চাহালের হাতে তালুবন্দি হন তিনি৷ আয়ূষ বাদানি ব্যাট হাতে এদিনও রান পান৷ ৩৩ বলে ৪১ রান করেন৷ তিনি ১টি চার ও ৩ টি ছয় মারেন৷ ডেভিড মিলার এবং আব্দুল সামাদ ভাল শুরু করেও বড় রানে কনভার্ট করতে পারেননি৷ মিলার – নিজের নামের প্রতি জাস্টিস করতে পারেননি৷ তিনি ১৮ বলে ১৯ করেন৷ ১২ বলে ২৭ রান করেন আবদুল সামাদ৷
২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে লখনউ সুপার জায়ন্টস৷ পঞ্জাবের হয়ে সফলতম বোলার অর্শদীপ সিং৷ তিনি ৩ উইকেট পান৷ জয়ের লক্ষ্য ১৭২ রান এটা তাড়া করতে নেমে একেবারে প্ল্যানড খেলা খেলে পঞ্জাব কিংস৷
পঞ্জাব কিংস ৯ বলে ৮ রান করে আউট হয়ে যান৷ রাঠি তুলে নেন উইকেট৷ এরপর ব্যাট হাতে জ্বলওয়া দেখাতে শুরু করেন প্রভাসিমরন সিং৷ ৩৪ বলে ৫৯ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ২ টি ছয় দিয়ে৷
অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩০ বলে ৫২ রান করেন তিনি৷ ৩ টি চার, ৪ টি ছক্কা মারেন৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন ২৫ বলে ৪৩ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ৩ টি চার, ৪টি ছয় দিয়ে৷ তাঁদের জোড়া ব্যাটে মাত্র ১৬.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছেন প্রভাসিমরণ সিং৷