TRENDING:

IPL 2025: লখনউকে ফুঃ দিয়ে উড়িয়ে ধামাকা জয় পঞ্জাবের, শ্রেয়সের নেতৃত্বে ছুটছে দল, KKR কামড়াচ্ছে হাত

Last Updated:

IPL 2025: প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছেন প্রভাসিমরণ সিং৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
IPL 2025: শ্রেয়সকে ছেড়ে ভুল করেছে কেকেআর, রোজ বোঝাচ্ছেন তিনি৷ প্রথম ম্যাচে ব্যাট হাতে ধামাকা করার পর এদিন লখনউ সুপার জায়ন্টসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ তিনি যেমন ঝকঝকে ব্যাট করলেন তেমনিই ক্যাপ্টেন হিসেবে দলের ক্রিকেটারদের থেকেই বার করে নিলেন পয়সা উসুল পারফরম্যান্স৷
অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩০ বলে ৫২ রান করেন তিনি
অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩০ বলে ৫২ রান করেন তিনি
advertisement

মঙ্গলবার লখনউয়ের ঘরের মাঠেই লখনউ সুপার জায়ন্টসকে হারাল পঞ্জাব কিংস৷ পঞ্জাব কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ প্রথমে ব্যাট করতে নেমে মিচেল মার্শকে ০ রানে প্যাকআপ করে বাড়ি পাঠিয়ে দেয়৷ তবে আইডেন মার্করম এবং নিকোলাস পুরান খেলতে শুরু করেন৷ ২৮ রান করে মার্করম আউট হন৷ ৩০ বলে ৪৪ রান করেন নিকোলাস৷ তাঁর ইনিংস ছিল ৫ টা চার এবং ২ টি ছক্কা ৷

advertisement

আরও পড়ুন – Ranveer Allahbadia in Deep Trouble: বাবা-মাকে নিয়ে চরম নোংরা জোকস! সুপ্রিম কোর্টের কেসে বড় ধাক্কা, জানিয়ে দিল বড় সিদ্ধান্ত

ঋষভ পন্থের ফ্লপ শো জারি৷ এদিন তিনি করেন মাত্র ২ রান৷ ম্যাক্সওয়েলের বলে চাহালের হাতে তালুবন্দি হন তিনি৷ আয়ূষ বাদানি ব্যাট হাতে এদিনও রান পান৷ ৩৩ বলে ৪১ রান করেন৷ তিনি ১টি চার ও ৩ টি ছয় মারেন৷ ডেভিড মিলার এবং আব্দুল সামাদ ভাল শুরু করেও বড় রানে কনভার্ট করতে পারেননি৷ মিলার – নিজের নামের প্রতি জাস্টিস করতে পারেননি৷ তিনি ১৮ বলে ১৯ করেন৷ ১২ বলে ২৭ রান করেন আবদুল সামাদ৷

advertisement

২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে লখনউ সুপার জায়ন্টস৷ পঞ্জাবের হয়ে সফলতম বোলার অর্শদীপ সিং৷ তিনি ৩ উইকেট পান৷  জয়ের লক্ষ্য ১৭২ রান এটা তাড়া করতে নেমে একেবারে প্ল্যানড খেলা খেলে পঞ্জাব কিংস৷

পঞ্জাব কিংস ৯ বলে ৮ রান করে আউট হয়ে যান৷ রাঠি তুলে নেন উইকেট৷ এরপর ব্যাট হাতে জ্বলওয়া দেখাতে শুরু করেন প্রভাসিমরন সিং৷ ৩৪ বলে ৫৯ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩০ বলে ৫২ রান করেন তিনি৷ ৩ টি চার, ৪ টি ছক্কা মারেন৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন ২৫ বলে ৪৩ রান করেন তিনি৷  তাঁর ইনিংস সাজানো ৩ টি চার, ৪টি ছয় দিয়ে৷ তাঁদের জোড়া ব্যাটে মাত্র ১৬.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছেন প্রভাসিমরণ সিং৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025: লখনউকে ফুঃ দিয়ে উড়িয়ে ধামাকা জয় পঞ্জাবের, শ্রেয়সের নেতৃত্বে ছুটছে দল, KKR কামড়াচ্ছে হাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল