TRENDING:

CSK vs DC: চেন্নাইকে ঘরের মাঠে হারিয়ে পয়েন্ট টেবলে শীর্ষে দিল্লি, হারের হ্যাটট্রিক ধোনিদের

Last Updated:

ম্যাচের শেষ পর্যন্ত ক্রিজে থাকেন বিজয় শঙ্কর ৬৯ (অপরাজিত) এবং মহেন্দ্র সিং ধোনি ৩০(অপরাজিত)। কিন্তু, দুজনেই কাঙ্ক্ষিত রান তুলতে পারেননি। ঘরের মাঠে দিল্লির কাছে ২৫ রানে হেরে যায় চেন্নাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। আশা ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রান করার কিন্তু বড় রান করতে ব্যর্থ হন দিল্লির অধিকাংশ ব্যাটাররাই। দিল্লির হয়ে খেলতে নেমে শুধু ব্যাটে রান পেলেন কেএল রাহুল। অর্ধশতরান করলেন তিনি। কিন্তু, সঙ্গে কাউকে পেলেন না তিনি। ফলে, সব মিলিয়ে দিল্লি রান করল ১৮৩/৬। মন্থর পিচে এই রান যথেষ্ট লড়াকু ছিল বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
ঘরের মাঠেই চেন্নাইকে হারাল দিল্লি।
ঘরের মাঠেই চেন্নাইকে হারাল দিল্লি।
advertisement

ম্যাকগ্রাকের সঙ্গে জুটি বেধে ক্রিজে নামেন কেএল রাহুল। শুরু থেকেই আগ্রাসী ছিলেন কেএল রাহুল। ম্যাকগ্রাক আউট হলে ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল। চালিয়ে খেলতে থাকেন তিনি।

আরও পড়ুন: সৌরভের বায়োপিকে ডোনা কে? তৃপ্তি দিমরি নয়! শোনা যাচ্ছে দুই বাঙালি নায়িকার নাম

advertisement

সপ্তম ওভারে জাদেজা তুলে নেয় অভিষেকের উইকেট (৩৩)। এরপরে আর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ক্রিজের এক প্রান্ত কেএল রাহুল ধরে থাকলেও একের পর এক উইকেট পতন জারি থাকে। অবশেষে ১৮৩/৬ শেষ হয় দিল্লির ইনিংস।

অন্যদিকে, চেন্নাইয়ের হয়ে ক্রিজে নামেন ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র করতে নামেন। রাচিন রবীন্দ্রকে আউট করেন মুকেশ কুমার। এই ম্যাচে রাচিন ৩ রান করে আউট হন তিনি। মাত্র পাঁচ রানে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিচেল স্টার্ক।

advertisement

এরপরে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে (১৩)।

আরও পড়ুন: তামিল অভিনেত্রী রাধিকার জামাই একজন ক্রিকেটার, ইংল্যান্ডে পড়াশোনা করছেন আর খেলছেন IPL-ও

শিবম দুবেকে (১৮) ফেরত পাঠান বিপরাজ নিগম। কুলদীপের স্পিনের বিষাক্ত ছোবলে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। মাত্র ২ রানে আউট হন তিনি। ম্যাচের শেষ অবধি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ক্রিজে থাকেন বিজয় শঙ্কর ৬৯ (অপরাজিত) এবং মহেন্দ্র সিং ধোনি ৩০(অপরাজিত)। কিন্তু, দুজনেই কাঙ্ক্ষিত রান তুলতে পারেননি। ৫ উইকেট শেষে চেন্নাইয়ের ইনিংস থমকে যায় ১৫৮ রানে। ঘরের মাঠে দিল্লির কাছে ২৫ রানে হেরে যায় চেন্নাই। এর ফলে, ৬ পয়েন্ট পেয়ে, পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এল দিল্লি।

বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs DC: চেন্নাইকে ঘরের মাঠে হারিয়ে পয়েন্ট টেবলে শীর্ষে দিল্লি, হারের হ্যাটট্রিক ধোনিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল