ম্যাকগ্রাকের সঙ্গে জুটি বেধে ক্রিজে নামেন কেএল রাহুল। শুরু থেকেই আগ্রাসী ছিলেন কেএল রাহুল। ম্যাকগ্রাক আউট হলে ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল। চালিয়ে খেলতে থাকেন তিনি।
আরও পড়ুন: সৌরভের বায়োপিকে ডোনা কে? তৃপ্তি দিমরি নয়! শোনা যাচ্ছে দুই বাঙালি নায়িকার নাম
advertisement
সপ্তম ওভারে জাদেজা তুলে নেয় অভিষেকের উইকেট (৩৩)। এরপরে আর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ক্রিজের এক প্রান্ত কেএল রাহুল ধরে থাকলেও একের পর এক উইকেট পতন জারি থাকে। অবশেষে ১৮৩/৬ শেষ হয় দিল্লির ইনিংস।
অন্যদিকে, চেন্নাইয়ের হয়ে ক্রিজে নামেন ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র করতে নামেন। রাচিন রবীন্দ্রকে আউট করেন মুকেশ কুমার। এই ম্যাচে রাচিন ৩ রান করে আউট হন তিনি। মাত্র পাঁচ রানে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিচেল স্টার্ক।
এরপরে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে (১৩)।
আরও পড়ুন: তামিল অভিনেত্রী রাধিকার জামাই একজন ক্রিকেটার, ইংল্যান্ডে পড়াশোনা করছেন আর খেলছেন IPL-ও
শিবম দুবেকে (১৮) ফেরত পাঠান বিপরাজ নিগম। কুলদীপের স্পিনের বিষাক্ত ছোবলে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। মাত্র ২ রানে আউট হন তিনি। ম্যাচের শেষ অবধি
ক্রিজে থাকেন বিজয় শঙ্কর ৬৯ (অপরাজিত) এবং মহেন্দ্র সিং ধোনি ৩০(অপরাজিত)। কিন্তু, দুজনেই কাঙ্ক্ষিত রান তুলতে পারেননি। ৫ উইকেট শেষে চেন্নাইয়ের ইনিংস থমকে যায় ১৫৮ রানে। ঘরের মাঠে দিল্লির কাছে ২৫ রানে হেরে যায় চেন্নাই। এর ফলে, ৬ পয়েন্ট পেয়ে, পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এল দিল্লি।