বুধবার ইডেন গার্ডেন্সে আইপিএলের কেকেআর বনাম সিএসকের ম্যাচের পর সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ধোনির হাতে একটি বিশেষভাবে ডিজাইন করা স্মারক তুলে দেন। এই বিশেষ অনুষ্ঠানে সিএবির সম্মানীয় সচিব নরেশ ওঝা-সহ আরও অনেক সিএবি আধিকারিক এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই বিশেষ স্মারকে ইডেন গার্ডেন্সের ১৯৩৪ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অনুষ্ঠিত সমস্ত আন্তর্জাতিক ম্যাচের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। এটি ধোনির কেরিয়ার ও ইডেন গার্ডেন্সের ঐতিহাসিক গুরুত্বকে একত্রে স্মরণ করার একটি দুর্লভ নিদর্শন।
advertisement
আরও পড়ুন- রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা! পাক ক্রিকেটের কোমর ভাঙল, বড় খবর
অভিনব উপহার পেয়ে খুশি হন ধোনিও। মজা করে জিজ্ঞেস করেন, ‘কোনও ম্যাচ বাদ যায়নি তো?’ কলকাতার সঙ্গে, বাংলার সঙ্গে ধোনির সম্পর্ক বহু পুরনো। একটা সময় রেলে চাকরির সূত্রে দীর্ঘদিন কাটিয়েছেন খড়্গপুরে। ইডেনে খেলেছেন প্রচুর ম্যাচ। ময়দানের অন্যান্য মাঠেও খেলেছেন।
সিএবি আয়োজিত পি সেন ট্রফি খেলেছেন শ্যামবাজার ক্লাবের হয়ে। বুধবার ধোনি নিজেও জানিয়েছেন তাঁর কলকাতা কানেকশনের কথা।ধোনি বলেছেন, ‘আমি শুধু ইডেনেই যে অনেক ম্যাচ খেলেছি তা নয়, কলকাতার অন্যান্য মাঠেও খেলেছি। এই শহরে এত ভালাবাসা পাই, এত সমর্থন দেখে ভাল লাগে।’