রানের নিরিখে সেরা হওয়ার দৌড় প্রথম ম্যাচ থেকেই শুরু হয়। প্রতি ম্যাচ শেষে সেই সময় যে প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার হয় তার মাথায় অস্থায়ী অরেঞ্জ ক্যাপ তুলে দেওয়া হয়। যদি সেই ম্যাচে সর্বোচ্চ স্কোরারকে কোনও ব্যটার টপকাতে পারে না, তাহলে সেই ব্যাটসম্যানের কাছেই থেকে যায় টুপি। অরেঞ্জ ক্যাপ পড়েই মাঠে ফিল্ডিং করেন সেই ক্রিকেটার। আর প্রতিযোগিতার ফাইনালের দিন, যে সর্বোচ্চ স্কোরার হয় তাঁকে দেওয়া হয় ধাতুর তৈরি স্থায়ী অরেঞ্জ ক্যাপ।
advertisement
আরও পড়ুনঃ KKR Team News: দলের প্রতি বিভাগে চমক? তৈরি কেকেআরের সেরা একাদশ! জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, ২০২৩ সালে শেষ আইপিএবে ১৭ ম্যাচে ৮৯০ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন গুজরাত টাইটান্সের তারকা ব্যাটার শুভমান গিল। গোটা প্রতিযোগিতায় ৩৩টি ছয় ও ৮৫টি চার মেরেছিলন তিনি। ঝুলিতে ছিল ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান। ৫৯ গড়ে আইপিএল ২০২৩-এ রান করেছিলেন ডান হাতি তরুণ তারকা ব্যাটার। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। প্রতিযোগিতার ১৭তম মরশুমে এবার প্রতিযোগিতায় কোন ব্যাটার সর্বোচ্চ রান স্কোরার হয় সেই দিকেই জর সকলের।
Check Live updates আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর ।