TRENDING:

IPL 2024 RCB vs LSG: ডিকক ও পুরানের ব্যাট মান রক্ষা লখনউয়ের, আরসিবির সামনে টার্গেট ১৮২ রান

Last Updated:

IPL 2024 RCB vs LSG: ভাল শুরু করেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামীতে বড় স্কোর করতে পারল না লখনউ সুপার জায়ান্টস। এলএসডজির হয়ে ভাল ব্যাটিং ডিকক ও পুরানের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: ভাল শুরু করেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামীতে বড় স্কোর করতে পারল না লখনউ সুপার জায়ান্টস। প্রথমদিকে এলএসজির হয়ে একা লড়াই চালিয়ে যান কুইন্টন ডিকক। খেলেন ৮১ রানের অনবদ্য ইনিংস। আর শেষের দিকে নিকোলাস পুরানের ঝোড়ো ৪০ রানের ইনিংসের সৌজন্যে লড়াই করার মত স্কোর করে লখনউ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ করে লখনউ।
advertisement

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

ঘরের মাঠে টস জিত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। এদিন লখনউয়ের হয় দলে ফেরেন অধিনায়ক কেএল রাহুল। ওপেনিংয়ে কুইন্টন ডিককের সঙ্গে জুটি বেঁধে ভাল শুরু করে রাহুল। অর্ধশতরানের পার্টনারশিপও করেন তারা। কিন্তু রাহুল ২০ রান করে আউট হন। অপরদিকে, নিজের ইনিংস চালিয়ে যান ডিকক। দেবদূত পাড়িক্কল বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ৬ রান করেই আউট হন তিনি।

advertisement

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

এরপর মার্কাস স্টয়নিস ও ডিকক মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। একাধিক চোখ ধাঁধানো শট খেলেন ডিকক। পূরণ করেন নিজের অর্ধশতরান। স্টয়নিসের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও করেন ডিকক। কিন্তু স্টয়নিসও বড় স্কোর করতে পারেননি। ২৪ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্যক্তিগত ৮১ রান করে আউট হন ডিকক। ৫টি ছয় ও ৮টি চারে সাজানো তাঁর ইনিংস।

advertisement

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রোটিয়া তারকা আউট হওয়ার পরই লখনউয়ের রান রেট অনেকটা পড়ে যায়। খাতা না খুলেই আউট হন আয়ূষ বাদোনি। শেষের দিকে নিকোলাস পুরান ছোট হলেও একটা কার্যকরী মারকাটারি ইনিংস খেলে দলকে লড়াই করার মত স্কোরে পৌছে দেন। ২১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান তারকা। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮০-তে থামে এলএসজি। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 RCB vs LSG: ডিকক ও পুরানের ব্যাট মান রক্ষা লখনউয়ের, আরসিবির সামনে টার্গেট ১৮২ রান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল