আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table
ঘরের মাঠে টস জিত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। এদিন লখনউয়ের হয় দলে ফেরেন অধিনায়ক কেএল রাহুল। ওপেনিংয়ে কুইন্টন ডিককের সঙ্গে জুটি বেঁধে ভাল শুরু করে রাহুল। অর্ধশতরানের পার্টনারশিপও করেন তারা। কিন্তু রাহুল ২০ রান করে আউট হন। অপরদিকে, নিজের ইনিংস চালিয়ে যান ডিকক। দেবদূত পাড়িক্কল বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ৬ রান করেই আউট হন তিনি।
advertisement
আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap
আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap
আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results
এরপর মার্কাস স্টয়নিস ও ডিকক মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। একাধিক চোখ ধাঁধানো শট খেলেন ডিকক। পূরণ করেন নিজের অর্ধশতরান। স্টয়নিসের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও করেন ডিকক। কিন্তু স্টয়নিসও বড় স্কোর করতে পারেননি। ২৪ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্যক্তিগত ৮১ রান করে আউট হন ডিকক। ৫টি ছয় ও ৮টি চারে সাজানো তাঁর ইনিংস।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা
প্রোটিয়া তারকা আউট হওয়ার পরই লখনউয়ের রান রেট অনেকটা পড়ে যায়। খাতা না খুলেই আউট হন আয়ূষ বাদোনি। শেষের দিকে নিকোলাস পুরান ছোট হলেও একটা কার্যকরী মারকাটারি ইনিংস খেলে দলকে লড়াই করার মত স্কোরে পৌছে দেন। ২১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান তারকা। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮০-তে থামে এলএসজি। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।