TRENDING:

IPL Most Sixes: ফুলঝুরি ফেল! এঁরা ছক্কায় হাঁকিয়ে তুবড়ি ফাটান, আইপিএলের ছক্কার তালিকায় কে কাকে দিলেন টেক্কা

Last Updated:

IPL Most Sixes : আইপিএলের এই ধামাকায় ছক্কার বন্যা, কে কততে রয়েছেন জানেন কী...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এই শব্দটাই এখন স্টেটমেন্ট৷ ২০০৮   সালে এই আইপিএলের সূচনা থেকে, ক্রিকেট বিশ্বে পুরোপুরি বিপ্লব ঘটিয়েছে৷ এই ম্যাচে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করেন কারণ ব্যাটারদের ধামাকায় পুরো খেলায় যেন আতসবাজি হতে থাকে৷  আর এর মধ্যে সবচেয়ে বেশি তুবড়ি ছোটায় ব্যাটসম্যানদের হাঁকানো ছক্কা৷
IPL -এ সবচেয়ে বেশি ছক্কা
IPL -এ সবচেয়ে বেশি ছক্কা
advertisement

আইপিএলের এই কয়েক বছরের  ইতিহাসে নানা পরিসংখ্যান হয়েছে যা নজর কাড়া৷ যদি আমরা পরিসংখ্যানের সেই গভীরে  ডুব দিই  তাহলে ছক্কার মণিমুক্তোতে জাত চিনিয়েছেন একাধিক তারকা৷ সেখানে যেমন ভারতীয় তারকা রয়েছেন, তেমনিই রয়েছেন বিদেশি মহাতারকারা৷  সর্বাধিক ছক্কার রেকর্ডটি সেই ক্রিকেটারদের দক্ষতা প্রমাণ করে যাঁরা জাস্ট খেলার জন্য খেলেননি হয়ে উঠেছেন গেমচেঞ্জার৷

advertisement

আরও পড়ুন – Virat- Anushka: দারুণ সুখবর বিরাট-অনুষ্কার জীবনে, এবার আইপিও সেক্টরে বিরুষ্কা, বাজারে আসবে শেয়ার

এখন দেখে নেব সেরা দশ ক্রিকেটার যাঁরা ছক্কা হাঁকানোকে একেবারে জলভাত বানিয়ে নিয়েছেন৷ এই তালিকার এক থেকে দশে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্স একবারে দেখে নিন৷

এই তালিকার এক  নম্বরে সবচেয়ে উজ্জ্বলতম নাম ক্রিস গেইলের৷ তিনি ১৪২ ম্যাচে মোট রান করেছেন ৪৯৬৫৷ তাঁর আইপিএলে ছক্কার সংখ্যা ৩৫৭ টি৷

advertisement

দু নম্বরে রয়েছেন ভারতের হিটম্যান৷ রোহিত শর্মা ২৪৩ ম্যাচ খেলে ছয় মেরেছেন ২৫৭ টি৷ তাঁর মোট রান ৬২১১৷

মাত্র ৬ টা ছয়ে পিছিয়ে রয়েছেন এবি ডিভিলিয়ার্স৷ তাঁর ছক্কার সংখ্যা ২৫১৷ তাঁর ম্যাচের সংখ্যা ১৮৪৷ তাঁর মোট রান ৫১৬১৷

তালিকার চার ও পাঁচ নম্বর দুটি স্থানেই রয়েছেন দুই ভারতীয় তারকা৷ চারে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ তাঁর ছক্কার সংখ্যা ২৩৯৷ আর বিরাট কোহলি তালিকার পাঁচে আছেন তিনি মাত্র পাঁচটি ছয় পিছিয়ে আছেন মাহির থেকে৷ এই তালিকার এই দুই স্থানে থাকা দুই ভারতীয় ব্যাটসম্যান যথাক্রমে খেলেছেন ২৫০ ও ২৩৭ টি ম্যাচ৷ মাহির মোট রান ৫০৮২৷ আর বিরাট কোহলির মোট রান ৭২৬৩৷

advertisement

ডেভিড ওয়ার্নার খেলেছেন মোট ১৭৬ টি ম্যাচ৷ তাঁর ছক্কার সংখ্যা ২২৬ টি৷ তাঁর মোট রান ৬৩৯৭৷ তিনি ছয় মারার তালিকায় রয়েছেন ৬ নম্বরে৷

সাত , আট, নয়, দশ নম্বরে আছেন যথাক্রমে কাইরন পোলার্ড, সুরেশ রায়না, আন্দ্রে রাসেল, শেন ওয়াটসন৷ তাঁদের ছয়ের সংখ্যা যথাক্রমে ২২৩, ২০৩, ১৯৩, ১৯০৷

Check Live updates আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা

বাংলা খবর/ খবর/খেলা/
IPL Most Sixes: ফুলঝুরি ফেল! এঁরা ছক্কায় হাঁকিয়ে তুবড়ি ফাটান, আইপিএলের ছক্কার তালিকায় কে কাকে দিলেন টেক্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল