আইপিএল শুরুর একদিন আগে অধিনায়কত্ব ছেড়েছেন এমএস ধোনি। সিএসকের নতুন অধিনায়ক হয়েছেন তরুণ রুতুরাজ গায়কোয়াড়। ফলে নতুন অধিনায়কের হাত ধরে কেমন শুরু করে ৫বারের আইপিএল চ্যাম্পিয়নরা সেদিকে নজর থাকবে সকলের। দলে চোট-আঘাত জনিত কিছু সমস্যা থাকলেও সম্পর্ণ শক্তির দল নিয়েই আরসিবির বিরুদ্ধে নামবে চেন্নাই।
অপরদিকে, মহিলা আইপিএল জিতলেও পুরুষদের প্রতিযোগিতায় ১৬ মরশুমেও সাফল্য আসেনি আরসিবির। এবার সেই ট্রফির খরা কাটাতে বদ্ধপরিকর ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা। দলে ক্যামেরন গ্রিনের মত অলরাউন্ডার আসায় শক্তি আরও বেড়েছে। পেস বিভাগ সিরাজের সঙ্গে থাকবেন আলজারি জোসেফ। তবে স্পিন অ্যাটাক চিন্তায় রাখতে পারে আরসিবিকে।
advertisement
পিচ রিপোর্ট: চিপকের পিচ বরাবরই স্পোর্টিং উইকেট হয়ে থাকে। তবে লো বাউন্স থাকে। স্পিনাররা এখানে বাড়তি সাহায্য পেয়ে থাকে। নতুন বলে সাহায্য থাকে পেসারদেরও। ব্যাটারদের জন্য মদত থাকে চিপকের উইকেটে। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে পরিষ্কার আকাশ থাকবে, তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছাকাছি থাকবে।
চেন্নাই সুপার কিংসেক সম্ভাব্য একাদশ: রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মুকেশ চৌধুরী, মহেশ থেকশানা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক (উইকেটকিপার, মায়াঙ্ক ডাগর, বিজয়কুমার ব্যাশক, আলজারি জোসেফ, মহম্মদ সিরাজ, করণ শর্মা।
আরও পড়ুনঃ IPL 2024 New Rules: আইপিএল ২০২৪-এর নিয়মে ৪টি বড় বদল! যা জানতেই হবে আপনাদের
ম্যাচ প্রেডিকশন: দুই দলের ব্যাটিং-বোলিং-অলরাউন্ডার সব বিভাগের শক্তি ও গভীরতা বিচার করলে, আরসিবির থেকে চেন্নাই সুপার কিংসকে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
লাইভ স্ট্রিমিং: সিএসকে বনমা আরসিবির আইপিএল ২০২৪-এর ওপেনিং ম্যাচ টিভিতে লাইভ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আর অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে।
Check Live updates আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর ।