আইপিএল নিলাম ২০২৪ লাইভ আপডেট
সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে আইপিএল ২০২৪-এর দিনক্ষণের আনুষ্ঠানিক ঘোষণা করল বিসিসিআই। আইপিএলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে বিসিসিআই জানিয়েছে, আইপিএলের নিলাম হবে দুবাইয়ে। অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। মিনি নিলাম হওয়ায় একদিনেই হবে গোটা নিলাম পর্ব।
প্রসঙ্গত, আইপিএল ২০২৪-এর আসন্ন মরসুমের জন্য মোট ১,১৬৬ জন খেলোয়াড় নাম লিখিয়েছেন। এর মধ্যে সহযোগী দেশগুলোর ৪৫ জন খেলোয়াড় রয়েছেন। ৯০৯ জন আনক্যাপড খেলোয়াড় রয়েছে, যার মধ্যে ৮১২ জন ভারতীয়। এই তালিকায় রয়েছেন ১৮ জন ভারতীয় ক্রিকেটার।
advertisement
২০২৪ সালের আইপিএলে ১০টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। যার মধ্যে ৭৭টি স্লট পূরণ করতে হবে। এর মধ্যে ৩০টি স্লট বিদেশি খেলোয়াড়দের নেওয়া যেতে পারে। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ২৬২.৯৫ কোটি টাকা খরচ করতে পারবে। ২ কোটি টাকার সর্বোচ্চ বেস প্রাইজে রয়েছেন ২৫ জন ক্রিকেটার।