মোহালিতে ম্যাচ হওয়ার নিয়ে অনিশ্চয়তার কারণ হল আবহাও। কারণ হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী শনিবার মোহালিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোহালিতে বেশ কিছু দিন ধরেই বৃষ্টি হচ্ছে। শুক্রবার বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি কেকেআর। বাধ্য হয়ে ইন্ডোর অনুশীলন করতে হয় নাইটদের।হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ম্যাচের দিনে মোহালিতে দফায় দফায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ। দুপুর ৩.৩০ মিনিট থেকে খেলা কেকেআর বনাম পঞ্জাব কিংসের। সেই সময়ই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ KKR vs PBKS: দলে একাধিক চমক! পঞ্জাবের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ
তবে বৃষ্টি কমলে ও মাঠ খেলার মত পরিস্থিতি থাকলেও খেলা হওয়া নিয়ে কোনও সমস্যা নেই। তবে এদিনের ম্যাচে পুরো ২০-২০ ওভার খেলা না হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী কম করে ৫ ওভার করে খেলা হতে হবে ম্যাচে। আর একান্ত যদি বৃষ্টির কারণে খেলা না হয় তাহলে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে। তবে আবহাওয়ার বিষয় করে হাতে নেই। তাই তা নিয়ে না ভেবে নিজেদের ম্যাচের জন্য প্রস্তুত রাখতেই ব্যস্ত নাীতিশ রানা ও শিখর ধওয়ানের দল।