TRENDING:

Kohli vs Gambhir: গম্ভীরের কাটা ঘায়ে নুনের ছিটে, ম্যাচ জয় ও ঝামেলার পর সোশ্যাল মিডিয়ায় যা করলেন কোহলি

Last Updated:

Kohli vs Gambhir: ফের একবার আইপিএলের মঞ্চে বিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। তাদের 'শত্রুতার' যেন কেনও শেষ নেই। লখনউতে এলএসজি বনাম আরসিবি ম্যাচ শেষে কোহলি ও গম্বীরের ঝামেলা থামাতে হিমসিম খেল দুই দলের ক্রিকেটাররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: লো স্কোরিং থ্রিলার, ম্যাচে তুমুল উত্তেজনা, খেলার মাঝে বিরাট কোহলি সঙ্গে নবীন উল হকের ঝামেলা ও ম্যাচ শেষে কোহলি-গম্ভীরের তুমুল বিবাদ। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে বাদ গেল না কোনও কিছুই। বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ঝামেলা থামাতে রীতিমত কাল ঘাম ছুটল আরসিবি ও এলএসজির ক্রিকেটার ও কোচিং স্টাফদের। এদিনের ঝামেলার পর এক দশক ধরে চলা কোহলি ও গম্ভীরের তিক্ততার সম্পর্ক যে আর খারাপ হল তা বলাই যায়। আর ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি যেটা লিখলেন তা গম্ভীরের কাটা ঘায়ে নুনের ছিটের মতই।
advertisement

এদিন লখনউয়ের ঘরের মাঠ হলেও আরসিবি ও বিরাট কোহলির পক্ষে সমর্থন ছিল নজর কাড়া। স্টেডিয়ামে এত বিপুল পরিমাণ আরসিবি ও কোহলি ফ্যান দেখে একটু অবাকই হয়েছিলেন এলএসজি ক্রিকেটাররা। এ যেন অনেকটা ইডেনে কেকেআর বনাম সিএসকের ম্যাচে ধোনি ও সিএসকের সমর্থনের পুনরাবৃত্তি। গোটা ম্যাচ জুড়ে আরসিবিকে বিপুল সমর্থন দিয়েছেন লখনউয়ের ফ্যানেরা। তারপর ম্যাচ শেষে কোহলির সঙ্গে গম্ভীরের ঝামেলার সময়ও স্টেডিয়ামে শোনা গিয়েছে কোহলি কোহলি রব।

advertisement

টানটান ক্রিকেট ম্যাচ ও গৌতম গম্ভীরের সঙ্গে তুমুল ঝামেলার শেষে ট্যুইটারে ম্যাচের একাধিক মুহূর্তের ছবি শেয়ার করে পাল্টা লখনউ সমর্থকদেরই ধন্যবাদ জানান বিরাট কোহলি। ছবি শেয়ার করে ক্যাপশনে বিরাট কোহলি লেখেন,"আজ রাতে এক আশ্চর্যজনক জয়। লখনউতে আমাদের জন্য ব্যাপক সমর্থন ও ভালোবাসা পেয়ে আপ্লুত। আমাদের সমর্থন করার জন্য সমস্ত ভক্তদের ধন্যবাদ।" এছাড়া একটি লাভ সাইনের ইমোজিও দিয়েছেন বিরাট কোহলি। যে মাঠে খেলা তাদের বিরুদ্ধে জয়, তাদের প্লেয়ার-মেন্টারের সঙ্গে ঝামেলার পর এমন প্রতিক্রিয়া বিরাট কোহলির দ্বারাই সম্ভব।

advertisement

আরও পড়ুনঃ Kohli vs Gambhir: ফের কোহলি বনাম গম্ভীর তুমুল ঝামেলা, তেড়ে যাওয়া থেকে আঙুল তুলে আক্রমণ, থামাতে হিমসিম খেল দুই দল

আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গ, এদিন লখনউের বিরুদ্ধে জিতে প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল আরসিবি। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে আরসিবি। ফাফ ডুপ্লেসি ৪৪, বিরাট কোহলি ৩১ রান করেন। রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় লখনউ। ১৮ রানের ম্যাচ জেতে ব্যাঙ্গালোর। এলএসজির হয়ে সর্বোচ্চ ২৩ রান তরেন কৃষ্ণাপ্পা গৌতম। আরসিবির সর্বোচ্চ ২টি করে উইকেট নেন করণ শর্মা ও জস হ্যাজেলউড। এছাড়া একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসরঙ্গা ও হার্শল প্যাটেল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Kohli vs Gambhir: গম্ভীরের কাটা ঘায়ে নুনের ছিটে, ম্যাচ জয় ও ঝামেলার পর সোশ্যাল মিডিয়ায় যা করলেন কোহলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল