Kohli vs Gambhir: ফের কোহলি বনাম গম্ভীর তুমুল ঝামেলা, তেড়ে যাওয়া থেকে আঙুল তুলে আক্রমণ, থামাতে হিমসিম খেল দুই দল

Last Updated:

Kohli vs Gambhir: ফের একবার আইপিএলের মঞ্চে বিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। তাদের 'শত্রুতার' যেন কেনও শেষ নেই। লখনউতে এলএসজি বনাম আরসিবি ম্যাচ শেষে কোহলি ও গম্বীরের ঝামেলা থামাতে হিমসিম খেল দুই দলের ক্রিকেটাররা।

লখনউ: ফের একবার আইপিএলের মঞ্চে বিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। তাদের 'শত্রুতার' যেন কেনও শেষ নেই। শুরুটা হয়েছিল সেই ২০১৩ সালের আইপিএলে। কেকেআর বনাম আরসিবি ম্যাচে। এরপরও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। আইপিএল ২০২৩-এ আরসিবির বনাম লখনউ সুপার জায়ান্টসের প্রথম পর্বের সাক্ষাতে চিন্নাস্বামীতে রুদ্ধশ্বাস ম্যাচ জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি গৌতম গম্ভীর। আবেগের বিস্ফোরণে করেছিলেন নানা অঙ্গভঙ্গি। সেখান থেকেই যেন বিরাট-গম্ভীর দ্বন্দের আগেুনে ফের ঘি পড়েছিল। কিন্তু লখনউয়ের মাঠে আরসিবি বদলার ম্যাচ জেতার পর বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে যেটা ঘটল তা ছাপিয়ে গেল অতীতে সব কিছুকে।
advertisement
ঘটনার সূত্রপাত ম্যাচ চলাকালীন। প্রথম পর্বের হারের পাল্টা জবাব দিতে গিয়ে মাঠে নিজের চেনা মেজাজে দেখা যায় বিরাট কোহলিকে। এক একটি করে লখনউয়ের উইকেট পড়েছে আর কোহলির আবেগতাড়িত সেলিব্রেশন দেখেছে সকলে। একটা সময় তো এলএসজির উইকেট পড়ার পর লখনউয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান কোহলি। আসলে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখে আঙুল নিয়ে দর্শকদের চুপ করিয়েছিলেন গৌতম গম্ভীর। আর বিরাট তার পাল্টা দেওয়ার পর গম্ভীরকে ক্ষুব্ধ দেখিয়েছিল। ম্যাচ চলাকালীন লখনউয়ের নবীন উল হকের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন কোহলি।
advertisement
advertisement
ঘটনা এখানেই শেষ নয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় ফের কথা কাটাকাটি শুরু হয়ে কোহলি ও নবীন উল হকের। সেই সময় সেখানে উপস্থিত হন গৌতম গম্ভীর। কোহলি ও গম্ভীর হাত মেলানোর সময় এক ঝটকায় হাত ছাড়িয়ে দেন। তারপরই বাদানুবাদ শুরু হয় দু জনের মধ্যে। ছুটে আসেন দুই দলের প্লেয়ার ও কোচিং স্টাফরা। সাময়ীকভাবে পরিস্থিতি ঠান্ডা করা হয়। কিন্তু কিছু সময় পর কোহলি ও গম্ভীর দূর থেকে কিছু বলেন। তখন ফের একে অপরের দিকে তেড়ে যান। একে অপরের দিকে আঙুল তুলে চলে তুমুল বিবাদ। দুই দিল্লির ক্রিকেটারের ঝামেলা থামাতে ময়দানে নামেন অমিত মিশ্রা ও বিজয় দাহিয়া। তাদের চেষ্টায় কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
advertisement
advertisement
বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিবাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। যেখান স্পষ্ট দেখা যায় মাঠের পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়েছিল। পরে কেএল রাহুলের সঙ্গেও আলাদা করে কথা বলেন বিরাট কোহলি। তখন অবশ্য পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনার জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/খেলা/
Kohli vs Gambhir: ফের কোহলি বনাম গম্ভীর তুমুল ঝামেলা, তেড়ে যাওয়া থেকে আঙুল তুলে আক্রমণ, থামাতে হিমসিম খেল দুই দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement