TRENDING:

IPL 2023: ফিরে দেখা আইপিএলের ইতিহাসে ২১টি হ্যাটট্রিক, সবথেকে বেশি কার? জানলে অবাক হবেন

Last Updated:

IPL 2023: আইপিএলে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটেও নিজেদের করিশ্মা দেখিয়েছে বোলাররা। তারমধ্যে অন্যতম হল এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে হওয়া ২১টি হ্যাটট্রিক। ৩১ মার্চ থেকে ১৬ তম আইপিএল শুরু। তার আগে একবার চোখ বুলে নেওয়া যাক সেই সকল ম্যাজিকাল হ্যাটট্রিক ওভারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আইপিএল যখন শুরু হয়েছিল তখন অনেকেই বলেছিল টি-২০ ক্রিকেট মানেই ব্যাটারদের খেলা। কিন্তু সময়ের সঙ্গে সেই ভাবনা অনেক বদলেছে। ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটেও নিজেদের করিশ্মা দেখিয়েছে বোলাররা। তারমধ্যে অন্যতম হল এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে হওয়া ২১টি হ্যাটট্রিক। ৩১ মার্চ থেকে ১৬ তম আইপিএল শুরু হওয়ার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেই সকল ম্যাজিকাল হ্যাটট্রিক ওভারে।
আইপিএল হ্যাটট্রিক
আইপিএল হ্যাটট্রিক
advertisement

১.লক্ষ্মীপতি বালাজি (সিএসকে): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক করে ছিলেন ২০০৮ সালে লক্ষ্মীপতি বালাজি। সেই সময় সিএসকের হয়ে খেলতেন তিনি। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে বল করতে এসে পরপর ৩ উইকেট নিয়েছিলেন। বালাজি শিকার হয়েছিলেন ইরফান পাঠান, পীযূষ চাওলা এবং ভিআরভি সিং।

২.অমিত মিশ্র (দিল্লি ডেয়ার ডেভিলস): আইপিএলের অন্যতম সফল বোলার অমিত মিশ্র। এখনও পর্যন্ত আইপিএলে তিনিই একমাত্র বোলার যিনি তিনটি হ্যাটট্রিক করেছেন। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ইনিংসের শেষ ওভারে রবি তেজা, প্রজ্ঞান ওঝা এবং আরপি সিংকে আউট করে হ্যাটট্রিক করেছিলেন অমিত মিশ্র।

advertisement

৩.মাখায়া এনতিনি (সিএসকে): মাখায়া এনটিনিই প্রথম বিদেশী যিনি আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে এই কৃতিত্ব গড়েছিলেন প্রোটিয়া পেসার। ম্যাচের ১৭তম ওভারে বল করতে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়, দেবব্রত দাস ও ডেভিড হাসিকে আউট করেন তিনি।

৪. যুবরাজ সিং (কিংল ইলেভেন পঞ্জাব): আইপিএলে হ্যাটট্রিকের তালিকায় নাম রয়েছে যুবরাজ সিংয়ের। ২০০৯ সালে আইপিএলে তিনি দুটি হ্যাটট্রিক করেছেন। প্রথম হ্য়াটট্রিকটি করেছিলেন আরসিবির বিরুদ্ধে। ১২তম ওভারের শেষ বলে আরসিবির রবিন উথাপ্পা এবং জ্যাক ক্যালিসকে আউট করেন ও পরের ওভারের প্রথম বলে মার্ক বাউচাপকে আউট করেন।

advertisement

৫.রোহিত শর্মা (ডেকান চার্জার্স): আইপিএলে হ্যাটট্রিকের তালিকায় নাম রয়েছে রোহিত শর্মার। ২০০৯ সালে ডেকান চার্জার্সে খেলার সময় মুম্বইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোহিত। ওভারের শেষ দুই ডেলিভারিতে অভিষেক নায়ার ও হরভজন সিংয়ের উইকেট নেন তিনি। পরের ওভারের প্রথম বলে জেপি ডুমিনিকে আউট করেন।

৬.যুবরাজ সিং (কিংস ইলেভেন পঞ্জাব): ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করেছিলেন যুবরাজ সিং। একটি ম্যাচে তিনি ডেকান চার্জাসের তিন তারকা ব্যাটার হার্শেল গিবস, অ্যান্ড্রু সাইমন্ডস এবং ভেনুগোপাল রাও-এর উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছিলেন।

advertisement

৭.প্রবীণ কুমার (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর): আইপিএলে হ্যাটট্রিকের তালিকায় নাম রয়েছে প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসার প্রবীণ কুমারের। আইপিএল ২০১০-এ হ্যাটট্রিক করেছিলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ডেমেইন মার্টিন, সুমিত নারওয়াল ও পারস ডোগরাকে আউট করে হ্যাটট্রিক করেছিলেন প্রবীণ কুমার।

৮.অমিত মিশ্র (ডেকান চার্জার্স): ২০১১ সালে ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র নিজের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিকটি করেছিলেন। সেই সময় তিনি ডেকান চার্জার্সে খেলতেন। কিংস ইলেভেন পঞজাবের বিরুদ্ধে রায়ান ম্যাকলারেন, মনদীপ সিং এবং রায়ান হ্যারিসকে আউট করে নিজের হ্যাটট্রিক পূরণ করেছিলেন অমিত মিশ্র।

advertisement

৯.অজিত চান্ডিলা (রাজস্থান রয়্যালস): অজিত চান্দিলা ছিলেন ভারতের প্রথম আনক্যাপড খেলোয়াড় যিনি আইপিএলের মঞ্চে হ্যাটট্রিক করেছিলেন। সেই সময়কার দল পুণে ওয়ারিয়র্সেরসবিরুদ্ধে পরপর তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ওভারে জেসি রাইডার, সৌরভ গাঙ্গুলি এবং রবিন উথাপ্পার উইকেট তুলে নিয়েছিলেন।

১০.সুনীল নারিন (কেকেআর): কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার আইপিএলে ২০১৩ মরসুমে প্রথম হ্যাটট্রিক করেছিলেন। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তিনটি অনবদ্য ডেলিভারির মাধ্যমে ডেভিড হাসি, আজহার মাহমুদ এবং গুরকিরাত সিংকে আউট করেন তিনি।

১১.অমিত মিশ্র (সানরাইজার্স হায়দরাবাদ): নিজের আইপিএল কেরিয়ারে অমিত মিশ্র তৃতীয় হ্যাটট্রিকটি করেছিলেন ২০১৩ সালে। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন তিনি। ভুবনেশ্বর কুমার, রাহুল শর্মা এবং অশোক ডিন্ডার উইকেট তুলে নেন এবং পুনে ওয়ারিয়র্সকে অলআউট করে সানরাইজার্স হায়দরাবাদকে জয় এনে দেন।

১২.প্রবীণ তাম্বে (রাজস্থান রয়্যালস): ২০১৪ সালের আইপিএলে প্রবীণ লেগ স্পিনার প্রবীণ তাম্বে হ্যাটট্রিক করেছিলেন। সেই সময় রাজস্থান রয়্যালস দলে খেলতেন তিনি। কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি। কেকেআরের মনীশ পান্ডে, ইউসুফ পাঠান এবং রায়ান টেন দশখতের উইকেট নিয়েছিলেন।

১৩.শেন ওয়াটসন (রাজস্থান রয়্যালস): রাজস্থান রয়্যালসে খেলার সময় হ্যাটট্রিক করেছিলেন শেন ওয়াটসন। সেই সময় রাজস্থান রয়্যালস অধিনায়কও ছিলেন তিনি। শেন ওয়াটসন সানরাইজার্স হায়দরাবাদের শিখর ধাওয়ান, মোসেস হেনরিকস এবং কর্ণ শর্মার উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেছিলেন।

১৪.অক্ষর প্যাটেল (কিংস ইলেভেন পঞ্জাব): ২০১৬ সালে কিংস ইলেবেন পঞ্জাব দলে খেলাকালীন হ্যাটট্রিক করেছিলেন অক্ষর প্যাটেল। গুজরাট লায়ন্স দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। বাঁহাতি স্পিনার দীনেশ কার্তিক, ডোয়াইন ব্রাভো এবং রবীন্দ্র জাদেজাকে আউট করেছিলেন।

১৫.স্যামুয়েল বদ্রি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর): ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ক্যারিবিয়ান লেগ স্পিনার স্যামুয়েল বদ্রী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতেন তিনি। স্যামুয়েল বদ্রীর শিকার হয়েছিলেন পার্থিব প্যাটেল, মিচেল ম্যাকলেনাঘন ও রোহিত শর্মা।

১৬.অ্যান্ড্রু টাই (গুজরাট লায়ন্স): ২০১৭ সালে আইপিএলের ইতিহাসে প্রথমবার একই দিনে দুটি হ্যাটট্রিক হয়েছিল। দিনের প্রথম ম্যাচে সেটি ছিল স্যামুয়েল বদ্রির। দিনের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন অ্যান্ড্রু টাই। এটি ছিল আইপিএলে অ্যান্ড্রু টাইয়ের অভিষেক ম্যাচ। রাইসিং পুণে সুপার জায়ান্টসের বিরুদ্ধে অঙ্কিত শর্মা, মনোজ তিওয়ারি এবং শার্দুল ঠাকুরের উইকেট নিয়েছিলেন টাই।

১৭.জয়দেব উনাদকাট (রাইসিং পুণে সুপার জায়ান্টস): ২০১৭ সালে জয়দেব উনাদকাট খেলতেন রাইসিং পুণে সুপার জায়ান্টসে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের শেষ ওভার বল করতে এসেছিলেন উনাদকাট। বিপুল শর্মা, রশিদ খান এবং ভুবনেশ্বর কুমারের উইকেট নিয়েছিলেন উনাদকাট।

১৮.স্যাম কারন (কিংস ইলেভেন পঞ্জাব): নিজের অভিষেক মরসুমে কিংস ইলেভেন খেলতেন স্যাম কারন। ২০১৯ আইপিএলে তিনি হ্যাটটট্রিক করেছিলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হর্ষাল প্যাটেল, কাগিসো রাবাডা এবং সন্দীপ লামিচানেকে আউট করেছিলেন। তার অনবদ্য বোলিংয়ের সৌজন্যেই জয় পেয়েছিল কিংস ইলভেন পঞ্জাব।

১৯.শ্রেয়স গোপাল (রাজস্থান রয়্যালস): ২০১৯ সালে রাজস্থান রয়্যালসে খেলার সময় হ্যাটট্রিক করেছিলেন শ্রেয়স গোপাল। আরসিবির বিরুদ্ধে এই নজির গড়েছিলেন তিনি। তার হ্যাটট্রিকে ছিল তিন জন তারকা ব্যাটসম্যান। শ্রেয়াস গোপাল বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স এবং মার্কাস স্টয়নিসের উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুনঃ IPL 2023: কী মারাত্মক 'কিপটে' রে বাবা! চিনে নিন আইপিএলের এই ক্রিকেটারদের

২০.হার্শল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর): ২০২১ আইপিএলে আনক্যাপড আরসিবি বোলার এবং মরসুমের সর্বোচ্চ উইকেট শিকারী হার্শল প্যাটেল হ্যাটট্রিক করেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের ১৭তম ওভারে এই কৃতিত্ব করছিলেন তিনি। হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড এবং রাহুল চাহারকে আউট করে হ্যাটট্রিক করেছিলেন হার্শল।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

২১.যুজবেন্দ্র চাহল (রাজস্থান রয়্যালস): আইপিএল ২০২২ এ প্রতিযোগিতার এখনও পর্যন্ত শেষ অর্থাৎ ২১ নম্বর হ্যাটট্রিকটি করেছেন রাজস্থান রয়্যালসের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। কেকেআরের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন তিনি। চাহলের লেগ স্পিনের ভেলকিতে কুপকাত হয়েছিল কেকেআরের শ্রেয়স আইয়র, শিবম মাভি ও প্যাট কামিন্স।

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: ফিরে দেখা আইপিএলের ইতিহাসে ২১টি হ্যাটট্রিক, সবথেকে বেশি কার? জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল