মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বদল
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা এই মরসুমে বেশ কিছু ম্যাচের বাইরে বসতে পারেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিত শর্মার কাজের চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট। আইপিএল ২০২৩ ফাইনালের ঠিক এক সপ্তাহ পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে টিম ইন্ডিয়াকে৷
advertisement
আরও পড়ুন - Mithun Chakraborty Son|| ‘বাবা যে দরের অভিনেতা তাঁর আরও অনেক কিছু পাওয়ার ছিল..’ আক্ষেপ মিঠুন পুত্রের
রোহিত শর্মার জায়গায়, সূর্যকুমার যাদব আইপিএল ২০২৩-র উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেবেন। ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রথম ম্যাচ খেলা হবে। এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব সামলাতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। এর আগে সূর্যকুমার যাদব অবশ্য আইপিএলে একবারও অধিনায়কত্বের দায়িত্ব নেননি। একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের গত মরশুমটা ছিল খুবই হতাশাজনক। মুম্বইয়ের ফ্রাঞ্চাইজি গত মরশুমে টানা ৮টি ম্যাচে হেরেছে এবং তারা পয়েন্ট টেবিলের একদম নীচে দশম স্থানে ছিল।
রোহিত শর্মা আইপিএলের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল অধিনায়ক। রোহিত শর্মার নেতৃত্বে, মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২২ সালে আইপিএল ট্রফি জিতেছিল৷
IPL 2023 এর জন্য মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড:
রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, ইশান কিষান, ডেভাল্ড ব্রুইস, তিলক ভর্মা, জোফরা আর্চার, টিম ডেভিড, মহম্মদ আরশাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ত্রিস্তান স্টাবস, কুমার কার্তিকেয়া, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল, ক্যামেরুন গ্রিন, ঝায়ে রিচার্ডসন, পীযূষ চাওলা, ডোয়াইন জনসন, বিষ্ণু বিনোদ, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, রাঘব গোয়াল।