IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সকাল থেকেই অংশত মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷ পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৪ শতাংশ অবধি হতে পারে৷ এর জেরে ফিল লাইক তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস অবধি হবে৷
advertisement
advertisement
advertisement
৩০ মার্চ সন্ধ্যা থেকে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে। গুজরাতে ২৯ এবং ৩০ মার্চ হালকা বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ-র সঙ্গে বর্ষণের সম্ভাবনা রয়েছে। ২৯ মার্চ, বৃষ্টির হবে কচ্ছ এবং সৌরাষ্ট্রে। মৌসম ভবনের ওয়েদার আপডেট অনুযায়ী ৩০ এবং ৩১ মার্চ দিল্লিতে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
advertisement
দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রামে ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ৩০ এবং ৩১ মার্চ উত্তর প্রদেশের রাজধানী লখনউতে ধূলিঝড় বা আঁধি আঘাত হানতে পারে। এ ছাড়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। আইএমডির ওয়েদার অ্যালার্ট অনুযায়ী ৩০ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে বিহারের বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এমনকি শিলাবৃষ্টি, বজ্রপাত এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহারের জন্য আগামী দুদিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।