হোম » ছবি » দেশ » ঝড় -বৃষ্টি,কোথাও বজ্রবিদ্যুৎ,কোথাও আঁধির হু হু হাওয়া,নানা রাজ্যে আবহাওয়ার খেল

IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

  • 110

    IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

    নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার তুলকালাম জারি৷ উত্তর ভারত, মধ্য ভারত থেকে শুরু করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যে হবে প্রবল বৃষ্টি৷ পশ্চিমবঙ্গের নানা জেলা, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা সহ অনেক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    MORE
    GALLERIES

  • 210

    IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

    রাজধানী দিল্লিতে হালকা বৃষ্টির কারণে আবহাওয়া মনোরম থাকবেষ একই সঙ্গে উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। হরিয়ানা ও পঞ্জাবেও বর্ষাকাল শুরু হতে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৯ মার্চ অর্থাৎ আজ থেকে উত্তর ভারতের রাজ্যগুলিতে ফের এক দফা বৃষ্টি শুরু হতে পারে।

    MORE
    GALLERIES

  • 310

    IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

    শুক্র ও শনিবার ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

    MORE
    GALLERIES

  • 410

    IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

    আজও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলায় সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা দুই মেদিনীপুর ,হাওড়া, দুই ২৪ পরগনাতে সম্ভাবনা বেশি থাকবে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে।

    MORE
    GALLERIES

  • 510

    IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

    কলকাতায় আংশিক মেঘলা আকাশ।  বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।তাপমাত্রা বাড়বে, জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে।

    MORE
    GALLERIES

  • 610

    IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

    সকাল থেকেই অংশত মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷ পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি  কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৪ শতাংশ অবধি হতে পারে৷ এর জেরে ফিল লাইক তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস অবধি হবে৷

    MORE
    GALLERIES

  • 710

    IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

    আজকের ওয়েদার আপডেট অনুযায়ী দিল্লিতে মেঘের চাদর থাকতে পারে। স্কাইমেট ওয়েদার রিপোর্ট অনুযায়ী, আজ অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

    MORE
    GALLERIES

  • 810

    IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

    উত্তর-পূর্ব ভারতের বাকি অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় ওড়িশা, দক্ষিণ তামিলনাড়ু এবং কেরলে হালকা বৃষ্টি হতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্য ও পূর্বাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ২৯ মার্চ থেকে পশ্চিম হিমালয়ের সংলগ্ন অংশে হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে।

    MORE
    GALLERIES

  • 910

    IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

    ৩০ মার্চ সন্ধ্যা থেকে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে।  গুজরাতে ২৯ এবং ৩০ মার্চ হালকা বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ-র সঙ্গে বর্ষণের সম্ভাবনা রয়েছে। ২৯ মার্চ, বৃষ্টির হবে কচ্ছ এবং সৌরাষ্ট্রে।  মৌসম ভবনের ওয়েদার আপডেট অনুযায়ী ৩০ এবং ৩১ মার্চ দিল্লিতে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

    MORE
    GALLERIES

  • 1010

    IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

    দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রামে ৩০ ও ৩১  মার্চ এবং ১ এপ্রিল বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ৩০ এবং ৩১ মার্চ উত্তর প্রদেশের রাজধানী লখনউতে  ধূলিঝড় বা আঁধি আঘাত হানতে পারে। এ ছাড়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। আইএমডির ওয়েদার অ্যালার্ট অনুযায়ী ৩০ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে বিহারের বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এমনকি শিলাবৃষ্টি, বজ্রপাত এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহারের জন্য আগামী দুদিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

    MORE
    GALLERIES