রোল খানিক বদলেছে বটে। আর ব্যাট হাতে ২২ গজে নামতে হবে না। তবে মাঠে না নামলেও দায়িত্ব অনেক বেড়েছে। আগে এক বছর আইপিএলের দিল্লি ফ্রাঞ্চাইজিতে মেন্টার হিসেবে কাজ করলেও এবার সৌরভের ভূমিকা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ। শুধু ছেলেদের আইপিএল নয় মেয়েদের উইমেন্স প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বিদেশের মাটিতে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলা দিল্লি দলের যাবতীয় খুঁটিনাটির হিসেব রাখছেন সৌরভ। পাশাপাশি আইপিএলের আগে কোচের ভূমিকা ধরা দিচ্ছেন। কোচ রিকি পন্টিং আসার আগেই কার্যত ক্রিকেটারদের তৈরি করে ফেলেছেন মহারাজ।
advertisement
ইতিমধ্যেই কলকাতায় তিনবার দিল্লির ক্যাম্প আয়োজন হয়েছে। ঋষভ পন্থের পরিবর্ত খুঁজে বের করা থেকে ক্রিকেটারদের ম্যাচ ফিট করে তোলা সব কিছু একার হাতে সামলাচ্ছেন সৌরভ। অনুশীলনে প্রায় ৪-৫ ঘণ্টা মাঠেই দাঁড়িয়ে থাকছেন মহারাজ। শুধু দাঁড়িয়ে থাকা নয় প্রতি মুহূর্তে ক্রিকেটারদের সঙ্গে ছুটে গিয়ে কথা বলছেন। মাঠে ক্রিকেটারদের ভুল ত্রুটি থেকে শুরু করে মানসিকভাবে চাঙ্গা করার কাজ তো সৌরভ করছেনই। এমনকী, ক্রিকেটার খেলা শেষে কী খাবেন। মাঠের কোন উইকেটে কখন অনুশীলন হবে। কী ধরনের সরঞ্জাম প্রয়োজন। সব কিছু একার হাতে সামলাচ্ছেন মহারাজ।
ভোরবেলা উঠেই বেহালা থেকে সল্টলেক যাদবপুর ক্যাম্পাসের মাঠে পৌঁছে যাচ্ছেন দাদা। ৫০ পার করে ফেলার পরেও পরিশ্রমে এক ফোঁটা খামতি রাখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের নয়া ভূমিকা কেমন উপভোগ করছেন জানতে চাওয়া হলে সৌরভ হাসিমুখে বলে দিচ্ছেন, এই বেশ ভাল আছি। অন্য কাজের থেকে অনেক ভাল ক্রিকেট মাঠে ফিরে এইভাবে কাজ করা। সেই নিজের ক্রিকেট জীবনের প্রতি মুহূর্ত যেন ফিরে আসছে। বছর খানেক আগে হৃদযন্ত্রের সাহায্যের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। তবে সৌরভ এখন সম্পূর্ণ ফিট। স্পষ্ট জানাচ্ছেন, ক্রিকেট মাঠে ফিরে আসা থেকে আর ভাল কিছু হতে পারে না। আয়ু যেন আরও ১০ বছর বেড়ে গিয়েছে।
আরও পড়ুন- দেশকে সব থেকে বেশি সংখ্যক আইপিএস কিংবা আইএএস অফিসার উপহার দিয়েছে এই গ্রাম! জানুন সেই গল্প
দলের প্রত্যেক ক্রিকেটারদের খোঁজখবর রাখছেন সৌরভ। কোন ক্রিকেটারের কোথায় কি সমস্যা। কবে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। কোন ক্রিকেটারের কোথায় চোট। যাবতীয় সব তথ্য নিজের মস্তিষ্কে স্টোর করে রেখে দিয়েছেন। ফেব্রুয়ারির শুরুতে কলকাতায় দু’দিনের প্রথম দফার শিবির করেছিল সৌরভের দিল্লি। তারপর সেই মাসের শেষেই আরও দিন তিনেকের অনুশীলন কলকাতায়। এবার তৃতীয় দফায় কলকাতায় শিবির করছে, দিল্লি ফ্রাঞ্চাইজি। এই তিনবারের শিবিরের পুরো দায়িত্বই সৌরভ নিজের হাতে সামলেছেন। বুধবার অনুশীলন শেষে আগামিকাল, বৃহস্পতিবার কলকাতা থেকে উড়ে যাবেন দুবাই। আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হিসেবে বৈঠক করবেন। দু’দিনের মধ্যেই ফের ফিরে এসে দিল্লিতে যোগ দেবেন সৌরভ। রাজধানীতে ১৯ তারিখ থেকে শুরু হবে দিল্লি ক্যাপিটালসের চূড়ান্ত পর্যায়ের শিবির। ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফলে টানা দু-আড়াই মাস এখন আরও ব্যস্ত সৌরভ। তবে এই ব্যস্ততাকে উপভোগ করছেন মহারাজ। আসলে ক্রিকেট মাঠের অক্সিজেন সৌরভকে আরও প্রাণবন্ত করে তুলছে প্রতিমুহূর্তে।