TRENDING:

RCB vs MI: লেগে রয়েছে বদনাম, মুম্বইয়ের রোহিতের আজ বড় চ্যালেঞ্জ দাগ ঘোচানোর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম মরশুম শুরু হয়ে গেছে৷ ক্রিকেটের এই আনন্দোৎসবে মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমী জনতা৷ মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি আজ থেকে শুরু করছে এ মরশুমের আইপিএলে নিজেদের অভিযান৷ হিটম্যানের টিম বেঙ্গালুরুর এম চিদাম্বরম স্টেডিয়ামে আরিসিবি-র ঘরের মাছে খেলতে নামবে৷ দুই দলের ২০২৩ -র এটাই প্রথম ম্যাচ৷ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স হারে এই বদনাম ঘোচানোর চ্যালেঞ্জ রোহিত এন্ড কোংয়ের সামনে৷ ১০ বছরের বেশি সময় নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স৷ আইপিএলের ইতিহাসের সফলতম দলের ওপরে লেগে থাকা এই দাগ অধিনায়ক রোহিতের কেরিয়ারেরও বড় দাগ৷
আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স
আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স
advertisement

রোহিতের ওপর লেগেছে বদনাম!

আইপিএল ২০১৪ তে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব তরুণ ক্রিকেটার রোহিত শর্মাকে প্রথমবার দেওয়া হয়৷ হিটম্যান এই ন বছরে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম ম্যাচে জেতাতে পারেননি তিনি৷ এই ন বছরে মুম্বইকে তিনি পাঁচটা খেতাব জিতিয়েছেন৷ আইপিএলের ইতিহাসে এখনও অবধি মুম্বই ইন্ডিয়ান্স সফলতম দল৷

আরও পড়ুন -  Purba Bardhaman News: সন্ধ্যাবেলায় শ্যুটআউট, ভয়ে কাঁপছে শক্তিগড়

advertisement

মুম্বইয়ের পরে আইপিএলের দ্বিতীয় সফলতম দল চেন্নাই সুপার কিংস তারা চারবার এই ট্রফি জিতে নিয়েছে৷ হিটম্যান এই ন বছরে পাঁচবার খেতাব জিতেছে৷ এমন শানদার রেকর্ডের পরেও রোহিত শর্মা ১০ বছরে কখনই আইপিএলের ওপেনিং ম্যাচে জিততে পারেনি৷ অর্থাৎ দীর্ঘ সময়ে একই ব্যর্থতার ইতিহাস৷

আরও পড়ুন -  Paschim Medinipur News: বিজেপি সাংসদের মানবিক মুখ, যন্ত্রণায় কাতারানো আহতকে তুলে নিলেন হাসপাতালে

advertisement

শেষবার ২০১২ সালের ওপেনিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হরভজন সিং -র অধিনায়কত্বে ময়দানে নেমেছিল৷ সেই সময়ে মুম্বই সিএসকে-কে আট উইকেটে হারিয়ে দিয়েছিল৷ ২০১৩ তে পন্টিংয়ের অধিনায়কত্বে আরসিবি-র বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল মুম্বই৷ ২০১৪ সালে রোহিত শর্মা মুম্বইয়ের দায়িত্ব পান৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নিজের দায়িত্ব পাওয়ার পর নিজের দলের হারের পর্ব শেষ করে উঠতে পারেননি৷ আজ আরসিবি-র ম্যাচের সময় রোহিতের দলের সামনে নিজেদের ওপর লেগে থাকা কালো দাগের ইতিহাস মুছে দেওয়ার মরিয়া প্রচেষ্টা করবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs MI: লেগে রয়েছে বদনাম, মুম্বইয়ের রোহিতের আজ বড় চ্যালেঞ্জ দাগ ঘোচানোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল