TRENDING:

RCB vs LSG: ডুপ্লেসি-কোহলি-ম্যাক্সওয়েলের তাণ্ডব, লখনউকে ২১৩ রানের টার্গেট দিল আরসিবি

Last Updated:

RCB vs LSG: চিন্নাস্বামীতে ফিরতেই বিধ্বংসী ব্যাটিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। লখনউ সুপার জায়ান্টসের বোলিং লাইন নিয়ে কার্যত ছেলে খেলা করলেন ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: চিন্নাস্বামীতে ফিরতেই বিধ্বংসী ব্যাটিং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। লখনউ সুপার জায়ান্টসের বোলিং লাইন নিয়ে কার্যত ছেলে খেলা করলেন ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা। এলএসডি অধিনায়ক কেএল রাহুলের কোনও স্ট্র্যাটেজিই এদিন কাজ করেনি। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ করে আরসিবি। সর্বোচ্চ ফাফ ডুপ্লেসি ৭৯, তারপর বিরাট কোহলি এবং গ্লেল ম্যাক্সওয়েল ৫৯ রান করেন। এই প্রথমবার আরসিবির ইতিহাসে টপ অর্ডারের তিন ব্যাটার সকলেই ৫-এর উপরে রান করল। বড় স্কোর হলেও চিন্নাস্বামীর উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। এর আগেও এখানে একাধিকবার দুশোর উপর রান চেজ হয়েছে।
আরসিবি
আরসিবি
advertisement

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করে আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডুপ্লেসি। বিশেষ করে এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বিরাট কোহলি। ঠান্ডা মাথায় ব্যাট করছিলেন ফাফা ডুপ্লেসি। একের পর এক নিজের ট্রেড মার্ক শট খেলতে থাকেন কোহলি। দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন কোহলি-ডুপ্লেসি জুটি। ৩৫ বলে নিজের অর্ধশতরান করেন বিরাট কোহলি। এরপর রানের গতি বাড়াতে গিয়ে আউট হন বিরাট। দলের ৯৬ রানের মাথায় ব্যক্তিগত ৬১ রানে আউট হন কোহলি।

advertisement

আরও পড়ুনঃ Rinku Singh: বড় রহস্য ফাঁস! অন্যের 'চুরি' করা ব্যাটে ৫ ছক্কা মারেন রিঙ্কু, জানালেন ব্যাটের মালিক

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

প্রথম উইকেট পড়ার পর ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল। শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু ম্যাক্সওয়েল। অপরদিকে, দীর্ঘক্ষণ ঠান্ডা মাথায় ব্যাটিং করার পর মারমুখী মেজাজে ফেরেন ডুপ্লেসিও। আরসিবির দুই বিদেশী তারকা মিলে একের পর এক মারকাটারি ব্যাটিং শুরু করেন। নিজের অর্ধশতরান করেন আরসিিব অধিনায়ক। একটা ১১৫৬ মিটারের বিশাল ছক্কা স্টেডিয়ামের ছাদে পেলেন ফাফ। ঝড়ের গতিতে মাত্র ৪৪ বলে শতরানের পার্টনারশিপ করেন ডুপ্লেসি ও ম্যাক্সওয়েল জুটি। ২৪ বলে নিজ হাফ সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। শেষ ওভারে ২৯ বলে ৫৯ রান করে আউট হন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ২০ ওভারে ২১২ রান করে আরসিবি। ৭৯ রানে ডুপ্লেসি ও ১ রানে কার্তিক নটআউট থাকেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs LSG: ডুপ্লেসি-কোহলি-ম্যাক্সওয়েলের তাণ্ডব, লখনউকে ২১৩ রানের টার্গেট দিল আরসিবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল