টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করে আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডুপ্লেসি। বিশেষ করে এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বিরাট কোহলি। ঠান্ডা মাথায় ব্যাট করছিলেন ফাফা ডুপ্লেসি। একের পর এক নিজের ট্রেড মার্ক শট খেলতে থাকেন কোহলি। দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন কোহলি-ডুপ্লেসি জুটি। ৩৫ বলে নিজের অর্ধশতরান করেন বিরাট কোহলি। এরপর রানের গতি বাড়াতে গিয়ে আউট হন বিরাট। দলের ৯৬ রানের মাথায় ব্যক্তিগত ৬১ রানে আউট হন কোহলি।
advertisement
আরও পড়ুনঃ Rinku Singh: বড় রহস্য ফাঁস! অন্যের 'চুরি' করা ব্যাটে ৫ ছক্কা মারেন রিঙ্কু, জানালেন ব্যাটের মালিক
প্রথম উইকেট পড়ার পর ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল। শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু ম্যাক্সওয়েল। অপরদিকে, দীর্ঘক্ষণ ঠান্ডা মাথায় ব্যাটিং করার পর মারমুখী মেজাজে ফেরেন ডুপ্লেসিও। আরসিবির দুই বিদেশী তারকা মিলে একের পর এক মারকাটারি ব্যাটিং শুরু করেন। নিজের অর্ধশতরান করেন আরসিিব অধিনায়ক। একটা ১১৫৬ মিটারের বিশাল ছক্কা স্টেডিয়ামের ছাদে পেলেন ফাফ। ঝড়ের গতিতে মাত্র ৪৪ বলে শতরানের পার্টনারশিপ করেন ডুপ্লেসি ও ম্যাক্সওয়েল জুটি। ২৪ বলে নিজ হাফ সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। শেষ ওভারে ২৯ বলে ৫৯ রান করে আউট হন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ২০ ওভারে ২১২ রান করে আরসিবি। ৭৯ রানে ডুপ্লেসি ও ১ রানে কার্তিক নটআউট থাকেন।