TRENDING:

MS Dhoni: সিএসকের অধিনায়কত্ব ছাড়ছেন ধোনি! পরবর্তী সম্ভাব্য নেতার নাম জানালেন চেন্নাই তারকা

Last Updated:

MS Dhoni: চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দলের বোলাররা মাত্রাতিরিক্ত ওয়াইড বল করায় মেজাজ হারিয়েছিলেন ক্যাপ্টেন কুল। দিয়েছিলেন অধিনায়কত্ব ছাড়া হুঁশিয়ারি। সেই জল্পনা বাড়িয়ে প্রতিযোগিতার মাঝেই ২ জন ক্রিকেটারের নাম সামনে আনলেন সিএসকে তারকা মইন আলি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: এবার আইপিএলই হয় তো এমএস ধোনির শেষ আইপিএল। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সেই আভাস আগেই দিয়ে রেখেছিলেন ৪ বারের আইপিএল জয়ী অধিনায়ক। ধোনি পরবর্তী সময়ে কে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হবে এখন সেটাই কোটি টাকার প্রশ্ন। নতুন অধিনায়ককে সময় দেওয়ার জন্য গত মরসুমে অধিনায়কত্ব ছেড়ে রবীন্দ্র জাদেজাকে দিয়েছিলেন ধোনি। কিন্তু দলের ব্যর্থতা, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জাদেজার সম্পর্কের অবনতির কারণে মরসুমের শেষের দিকে ফের নেতৃত্বের ব্যাটন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মাহি। তবে এবার ধোনি কী ফের অধিনায়কত্ব ছাড়তে চলেছে, নতুন অধিনায়ক পেতে চলেছে সিএসকে? দলের তারকা ক্রিকেটারের মন্তব্যে সেই প্রশ্নই আরও জোরদার হয়েছে।
এমএস ধোনি
এমএস ধোনি
advertisement

চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দলের বোলাররা মাত্রাতিরিক্ত ওয়াইড বল করায় মেজাজ হারিয়েছিলেন ক্যাপ্টেন কুল। দিয়েছিলেন অধিনায়কত্ব ছাড়া হুঁশিয়ারি। সেই জল্পনা বাড়িয়ে প্রতিযোগিতার মাঝেই ২ জন ক্রিকেটারের নাম সামনে আনলেন সিএসকে তারকা মইন আলি যারা পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে। হট ফেভারিট কে তাও জানান সিএসকের ইংল্যান্ড তারকা। মইন আলির মতে,"সিএকেতে ধোনির পর বেন স্টোকস অধিনায়ক হওয়াক সবথেকে বড় দাবিদার। ও অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি। ইংল্যান্ড টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে বেন স্টোকসের। এছাড়া ফ্র্যাঞ্চাইজি চাইলে রুতুরাজ গায়কোয়াড়কেও অধিনায়ক করতে পারে বলে মনে করেন মইন। দুর্দান্ত ক্রিকেটার ও মাথা পরিষ্কার এবম ঠান্ডা। ফলে সিএসকের কাছে একাধিক বিকল্প রয়েছে।"

advertisement

আরও পড়ুনঃ KKR vs GT: কেকেআরকে ভয় পেয়েছে গুজরাট! নাইটদের ধন্দে রাখতে মাঠে ধাঁধা তৈরি করেছে হার্দিকরা

আরও পড়ুনঃ KKR vs GT: কেকেআরকে ভয় পেয়েছে গুজরাট! নাইটদের ধন্দে রাখতে মাঠে ধাঁধা তৈরি করেছে হার্দিকরা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ও ম্যাচ ফিনিশার এমএস ধোনি। এখনও পর্যন্ত ৪ বার দলকে শিরোপা জিতিয়েছেন ধোনি। ধোনির নেতৃত্বে সিএসকে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ সালে চারটি আইপিএল ট্রফি জিতেছে। সবথেকে বেশিবার ফাইনাল খেলার রেকর্ডও রয়েছে সিএসকের দখলে। এবার আইপিএলেও এখনও পর্যন্ত যতটা সম্ভব নিজের সেরাটা দিয়েছেন। উইকেটের পেছনে দুরন্ত কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও পুরনো মেজাজে দেখা গিয়েছে মাহিকে। ধেনির নেতৃত্বে পঞ্চম ট্রফি জয় দেখার অপেক্ষায় সিএসকে ফ্যানেরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: সিএসকের অধিনায়কত্ব ছাড়ছেন ধোনি! পরবর্তী সম্ভাব্য নেতার নাম জানালেন চেন্নাই তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল