TRENDING:

Nehal Wadhera|| ছিঃ দুধের দাঁত পড়েনি এই বয়সেই এত ঔদ্ধত্য, চিনে নিন নেহালকে

Last Updated:

IPL 2023: সিনিয়র পীযূষ চাওলা থেকে কচি অর্জুন তেন্ডুলকর, সকলেই চোখ রাঙাচ্ছে কারণ ছাড়াই...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ৩৫তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৫ রানে ম্যাচ হারতে হয়েছে। এই ম্যাচে গুজরাত টাইটান্সের জার্সিতে নায়ক তরুণ ব্যাটসম্যান অভিনব মনোহর, যিনি ২১ বলে ৪২ রান করে ম্যাচটি মুম্বইয়ের হাত ধরে অন্যদিকে মুম্বইয়ের হয়ে ক্রিকেটার নেহাল ওয়াধরার আচরণ কেড়ে নেয় লাইমলাইট৷ এটা অবশ্য পজিটিভ অর্থে নয়, একেবারে অভব্য আচরণ করেন তিনি৷ কে এই নেহাল আর কী বা করেছেন তিনি জানেন কি?
সবচেয়ে সমালোচিত মুম্বইয়ের ব্যাটার নেহাল ওয়াধরার আচরণ- Photo Courtesy- Twitter
সবচেয়ে সমালোচিত মুম্বইয়ের ব্যাটার নেহাল ওয়াধরার আচরণ- Photo Courtesy- Twitter
advertisement

এদিনের সবচেয়ে সমালোচিত মুম্বইয়ের ব্যাটার নেহাল ওয়াধরার আচরণ। পীযূষ চাওলার মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তিনি মাঠের মধ্যেই  যেভাবে আচরণ করেন তা দেখে ভাবতে পারছিলেন না ক্রিকেটাররা৷  অর্জুন তেন্ডুলকরের সঙ্গে তাঁর আচরণও বিতর্কে তৈরি করে গেছে। এই সময়ে ধারাভাষ্য করছিলেন হরভজন সিং, পীযূষ চাওলার মতো সিনিয়র ক্রিকেটারকে এভাবে আউট করে দেওয়ার বিপক্ষে নিন্দায় সরব হন৷

advertisement

advertisement

২০৮ রানের বিশাল লক্ষ্যের সামনে, মুম্বই ইন্ডিয়ান্স দলকে সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন দেখাচ্ছিল। ১৩ তম ওভারে মুম্বই তাদের চতুর্থ উইকেট হারায়।  সেই সময়ে রোহিত শর্মার দলের স্কোর মাত্র ১০১ রান। ৭ নম্বরে ব্যাট করতে আসা নেহাল ওয়াধররা ব্যাট হাতে পাওয়ার প্যাকড পারফরম্যান্স দিচ্ছিলেন৷

নেহাল মাত্র ২১ বল খেলেন এই সময়ে, তিনি ব্যাট করার সময় তিনটি চার ও ছক্কার সাহায্যে ৪০ রান করেন। ১৯০ স্ট্রাইক রেট নিয়ে তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করছিলেন সবাই। কিন্তু যখন তিনি এইসব চেষ্টা করছিলেন ততক্ষণে মুম্বইয়ের হাত থেকে ম্যাচ বেরিয়ে গেছে৷

advertisement

আরও দেখুন

নেহালের পর ৮ নম্বরে ব্যাট করতে আসেন অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। ওই ম্যাচে ১২ বলে ১৮ রানের ইনিংস খেলেন পীযূষ। এদিকে ১৮তম  ওভারের প্রথম বলেই জেন্টলম্যানস গেমে কথাটির মানহানি করেন নেহাল। মাঝমাঠে পীযূষ চাওলার সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। ম্যাচটা হাত থেকে ছিটকে গিয়েছিল। সেই সময়ে যে বলে যে রান দরকার ছিল যে ফ্যানরাও স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছিলেন৷

আরও দেখুন

আসলে নিজের হাফ সেঞ্চুরির লক্ষ্যে খেলছিলেন নেহাল। যেখানে তিনি প্রথমে পীযূষকে আউট করেন এবং তারপর অর্জুন তেডুলকারের সঙ্গে ব্যাট করার সময় দ্বিতীয় রান নিতে অস্বীকার করেন তিনি।

যে বলে পীযূষ আউট হন তাতে রান হয়নি। তা সত্ত্বেও, নেহাল ওয়েধরা জোর করে দৌড়ানোর চেষ্টা শুরু করেন এবং স্ট্রাইকারের শেষ দিকে ছুটে আসেন। পীযূষ যখন ক্রিজের বাইরে আসেননি, তিনি জোর দেন  পীযূষ চাওলা যেন নিজের উইকেট থ্রো করে দেন৷ পীযূষও বড় হৃদয়ের পরিচয় দিয়ে উইকেট থ্রো করে দেন৷ তাঁর দিকে নেহাল যেভাবে অঙ্গভঙ্গি করছিলেন তাতে খুশি হননি কমেন্টেটার৷

অর্জুনকে দ্বিতীয় রান নিতে দেওয়া হয়নি

এরপর অর্জুন তেন্ডুলকর ব্যাটিং করতে নামেন এবং তিনি তাঁর শটে ডাবল নেওয়ার চেষ্টা করেন। এই বলে সহজেই দুই রান নেওয়া যেত কিন্তু  নেহাল ওয়াধেরার চোখে ছিল নিজের অর্ধশতরানের। ইচ্ছাকৃতভাবে স্ট্রাইকারের শেষ বলে এসে রান নেননি। অর্জুনকে অর্ধেক পিচে পৌঁছে ফিরে যেতে বাধ্য হন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Nehal Wadhera|| ছিঃ দুধের দাঁত পড়েনি এই বয়সেই এত ঔদ্ধত্য, চিনে নিন নেহালকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল