ইডেনে রবিবার ৭.৩০ মিনিট থেকে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ। সেই ম্যাচ আদৌ পুরো সঠিকভাবে হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। খুব ভাগ্য খারাপ থাকলে ভেস্তে যেতে পারে গোটা ম্যাচও। কারণ আবহাওয়া। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী রবিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রিপোর্ট বলছে. শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি,- ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেলের দিকেও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
ফলে রবিবার যদি বৃষ্টি হয় তার প্রভাব পড়বে কেকেআর বনাম সিএসকে ম্যাচে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলে ইডেনের অত্যাধুনিক মানের ড্রেনেজ সিস্টেম থাকায় ম্যাচ শুরু করতে বেশি সময় লাগবে না। তবে ম্যাচে ডিএলএস নিয়মের প্রয়োগ হতে পারে। ফলে দুই দলই চাইবে টস জিতে প্রথমে বোলিং করার। যাতে যদি বৃষ্টির কারণে ডিএলএস নিয়ম প্রয়োগ হয় তাহলে পরে সেই মত রান তাড়া করার রণনীতি সাজানো যাবে। আর যদি ভারি বৃষ্টি হয় তাহলে অশনি সংকেত।
আরও পড়ুনঃ KKR vs CSK: কে থাকবে দলে আর কে পড়বে বাদ, সিএসকের বিরুদ্ধে কেকেআরের একাদশে একাধিক পরিবর্তন!
আরও পড়ুনঃ KKR vs CSK: মরণ-বাঁচন ম্যাচে প্রতিপক্ষ ধোনির সিএসকে, জয়ে ফিরতে মাস্টার প্ল্যান তৈরি কেকেআরের
প্রসঙ্গত, আইপিএলের এই মরসুমের পরেই আইপিএলকেও ধোনি বিদায় জানানোর সম্ভাবনা প্রবল। রবিবার সম্ভবত ইডেনে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে চলেছেন এম এস ধোনি। কেকেআরের হোম ম্যাচ হলেও ইডেন যে আজ ধোনিময় হবে তা নিয়ে কোনও সংশয়। এই ম্যাচের টিকিটের চাহিদাও প্রথম থেকেই তুঙ্গে ছিল। তাই ধোনিকে শেষবার ইডেনে খেলতে দেখার জন্য গরম সহ্য করতে রাজি ক্রিকেট প্রেমিরা।