KKR vs CSK: কে থাকবে দলে আর কে পড়বে বাদ, সিএসকের বিরুদ্ধে কেকেআরের একাদশে একাধিক পরিবর্তন!

Last Updated:
KKR vs CSK: আইপিএলে আজ ঘরের মাঠে ঘুড়ে দাঁড়ানোর লড়াই কলকাতা নাইট রাইডার্সের। প্রতিপক্ষ এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে জয় দরকার নাইটদের। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে সিএসকে।
1/6
রবিবার আইপিএলে সুপার সানডে-তে আরও একটি ডবল হেডার। দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাউট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। সম্ভবত এমএস ধোনির ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
রবিবার আইপিএলে সুপার সানডে-তে আরও একটি ডবল হেডার। দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাউট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। সম্ভবত এমএস ধোনির ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
advertisement
2/6
তবে এই ম্যাচে নামার আগে চাপে েয কেকেআর তা মানতেই হবে। হারের হ্যাটট্রিক করে ফেলেছে নাইটরা। আজ সিএসকের বিরুদ্ধে জিততে না পারলে প্লে অফের রাস্তা অনেকট কঠিন হয়ে যাবে। গোটা প্রতিযোগিতা কার্যত নক আউট এখন কেকআরের কাছে।
তবে এই ম্যাচে নামার আগে চাপে েয কেকেআর তা মানতেই হবে। হারের হ্যাটট্রিক করে ফেলেছে নাইটরা। আজ সিএসকের বিরুদ্ধে জিততে না পারলে প্লে অফের রাস্তা অনেকট কঠিন হয়ে যাবে। গোটা প্রতিযোগিতা কার্যত নক আউট এখন কেকআরের কাছে।
advertisement
3/6
ঘরের মাঠে নামার আগে কী টিম কম্বিনেশন হবে তা নিয়ে কেকেআক টিম ম্যানেজমেন্ট যে চিন্তায় রয়েছে তা বলাই যায়। ওপেনিং জুটি বলতে কিছুই নেই। গত ম্যাচে রান পেয়েছে জেসন রয়। ব্যর্থ লিটন দাস। সিএসকের বিরুদ্ধে লিটন না ফের গুরবাজ তা নিয়ে একটা ধন্দ রয়েছে। এছাড়াদলের মিডল অর্ডারের রয়েছে ধারাবাহিকতার অভাব। দলে ফিরতে পারেন লকি ফার্গুসনও।
ঘরের মাঠে নামার আগে কী টিম কম্বিনেশন হবে তা নিয়ে কেকেআক টিম ম্যানেজমেন্ট যে চিন্তায় রয়েছে তা বলাই যায়। ওপেনিং জুটি বলতে কিছুই নেই। গত ম্যাচে রান পেয়েছে জেসন রয়। ব্যর্থ লিটন দাস। সিএসকের বিরুদ্ধে লিটন না ফের গুরবাজ তা নিয়ে একটা ধন্দ রয়েছে। এছাড়াদলের মিডল অর্ডারের রয়েছে ধারাবাহিকতার অভাব। দলে ফিরতে পারেন লকি ফার্গুসনও।
advertisement
4/6
এই পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংসের মত দুরন্ত ফর্মে থাকা দলের বিরুদ্ধে কোন একাদশকে মাঠে নামাবে কেকেআর তা নিয়ে জল্পনা রয়েছে ফ্যানেদের মধ্যেও। তবে এখনই পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কেমন হতে পারে কেকেআরে প্রথম একাদশ তা তুলে ধরা হল।
এই পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংসের মত দুরন্ত ফর্মে থাকা দলের বিরুদ্ধে কোন একাদশকে মাঠে নামাবে কেকেআর তা নিয়ে জল্পনা রয়েছে ফ্যানেদের মধ্যেও। তবে এখনই পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কেমন হতে পারে কেকেআরে প্রথম একাদশ তা তুলে ধরা হল।
advertisement
5/6
কেকেআরের সম্ভাব্য একাদশ: জেসন রয়, লিটন দাস / রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), এন জগদীশান (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর / সুযশ শর্মা, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- অনুকুল রয়।
কেকেআরের সম্ভাব্য একাদশ: জেসন রয়, লিটন দাস / রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), এন জগদীশান (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর / সুযশ শর্মা, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- অনুকুল রয়।
advertisement
6/6
সিএসকের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কে রাহানে, মইন আলি, শিবম মাভি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), তুষার দেশপাণ্ডে, মাথিসা পাথিরানা, আকাশ সিং, মাহেশ থিকসানা। ইমপ্যাক্ট প্লেয়ার- অম্বাতি রায়ডু।
সিএসকের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কে রাহানে, মইন আলি, শিবম মাভি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), তুষার দেশপাণ্ডে, মাথিসা পাথিরানা, আকাশ সিং, মাহেশ থিকসানা। ইমপ্যাক্ট প্লেয়ার- অম্বাতি রায়ডু।
advertisement
advertisement
advertisement