ঘরের মাঠে নামার আগে কী টিম কম্বিনেশন হবে তা নিয়ে কেকেআক টিম ম্যানেজমেন্ট যে চিন্তায় রয়েছে তা বলাই যায়। ওপেনিং জুটি বলতে কিছুই নেই। গত ম্যাচে রান পেয়েছে জেসন রয়। ব্যর্থ লিটন দাস। সিএসকের বিরুদ্ধে লিটন না ফের গুরবাজ তা নিয়ে একটা ধন্দ রয়েছে। এছাড়াদলের মিডল অর্ডারের রয়েছে ধারাবাহিকতার অভাব। দলে ফিরতে পারেন লকি ফার্গুসনও।