যদি রাত ৯.৩৫ মিনিটে খেলা শুরু করা যেত তাহলে ২০ ওভার করেই খেলা হত। আহমেদাবাদে বৃষ্টি মাঝে কমেওছিল। কিন্তু ফের বৃষ্টি নামায় ২০-২০ ওভার খেলা হওয়ার সম্ভাবনা আর নেই। ৯.৩৫-এর পর থেকে শুরু হবে ওভার কাটার প্রক্রিয়া। এরপর ৯.৪৫-এ যদি খেলা শুরু হলে ১৯ ওভার করে খেলা হত। সেই সম্ভাবনাও আর নেই। রাত ১০.৩০ মিনিটে খেলা শুরু হলে ১৫ ওভার করা সম্ভব হবে। তবে সম্ভাবনা কম।
advertisement
এছাড়া রাত ১১ থেকে খেলা শুরু করা গেলে ১২ ওভার করে ম্যাচ করা হবে। অর্থাৎ ১৬ ওভারের খেলা নষ্ট হবে। রাত ১১.৩০ মিনিট থেকে খেলা শুরু হলে ম্যাচ হবে ৯ ওভার করে। আজ ম্যাচ আয়োজন করার শেষ সময় হচ্ছে রাত ১২.০৬। সেই সময় খেলা শুরু করা হেলে দুই দল ৫ ওভার করে খেলা করানো হবে। মোট ১০ ওভারের ম্যাচ হবে, ৩০ ওভার নষ্ট। আর এর পরও যদি ম্যাচ না শুরু করা যায় তাহলে সোমবার রিজার্ভ ডে-তে হবে পুরো আইপিএল ফাইনাল।
