TRENDING:

IPL 2023 Final, CSK vs GT: কখন বৃষ্টি কমলে কত ওভারে হবে আইপিএল ফাইনাল, রইল পুরো নিয়ম

Last Updated:

IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ২০২৩ ফাইনালের দিন সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। ম্যাচের টসের আগে বৃষ্টি নামে আহমেদাবাদে। যার কারণে টস করা পর্যন্ত সম্ভব হয়নি। বৃষ্টি থামলে কোন নিয়মে হবে ম্যাচ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: রবিবার সকাল থেকে আইপিএল ফাইনাল ঘিরে যে উন্মাদনা ও উত্তেজনার পারদ চড়ছিল, তা পুরোপুরি ঠান্ডা করে দিল সন্ধ্যার পর থেকে আহমেদাবাদের বৃষ্টি। হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা ছিল হালকা থেকে মাঝারি। কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টি শুরু হয় সন্ধ্যা সাতটার কিছু আগে থেকে। যা চলতেই থাকে ঘণ্টার পর ঘণ্টা। ম্যাচ তো পরের কথা টস পর্যন্ত করা সম্ভব হয়নি।
advertisement

যদি রাত ৯.৩৫ মিনিটে খেলা শুরু করা যেত তাহলে ২০ ওভার করেই খেলা হত। আহমেদাবাদে বৃষ্টি মাঝে কমেওছিল। কিন্তু ফের বৃষ্টি নামায় ২০-২০ ওভার খেলা হওয়ার সম্ভাবনা আর নেই। ৯.৩৫-এর পর থেকে শুরু হবে ওভার কাটার প্রক্রিয়া। এরপর ৯.৪৫-এ যদি খেলা শুরু হলে ১৯ ওভার করে খেলা হত। সেই সম্ভাবনাও আর নেই। রাত ১০.৩০ মিনিটে খেলা শুরু হলে ১৫ ওভার করা সম্ভব হবে। তবে সম্ভাবনা কম।

advertisement

আরও পড়ুনঃ IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ফাইনালে কি রয়েছে রিজার্ভ ডে, রবিবার খেলা না হলে কী হবে, হল বড় ঘোষণা

আরও পড়ুনঃ IPL 2023 Final, CSK vs GT: আইপিএল ফাইনালের আগেই অবসর ঘোষণা ধোনির সতীর্থের, ক্রিকেটকে বিদায় অম্বাতি রায়ডুর

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

এছাড়া রাত ১১ থেকে খেলা শুরু করা গেলে ১২ ওভার করে ম্যাচ করা হবে। অর্থাৎ ১৬ ওভারের খেলা নষ্ট হবে। রাত ১১.৩০ মিনিট থেকে খেলা শুরু হলে ম্যাচ হবে ৯ ওভার করে। আজ ম্যাচ আয়োজন করার শেষ সময় হচ্ছে রাত ১২.০৬। সেই সময় খেলা শুরু করা হেলে দুই দল ৫ ওভার করে খেলা করানো হবে। মোট ১০ ওভারের ম্যাচ হবে, ৩০ ওভার নষ্ট। আর এর পরও যদি ম্যাচ না শুরু করা যায় তাহলে সোমবার রিজার্ভ ডে-তে হবে পুরো আইপিএল ফাইনাল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Final, CSK vs GT: কখন বৃষ্টি কমলে কত ওভারে হবে আইপিএল ফাইনাল, রইল পুরো নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল