TRENDING:

Ravindra Jadeja on MS Dhoni: 'মাহি ভাইয়ের জন্য সব কিছু করতে পারি', সমালোচকদের যোগ্য জবাব! অটুট ধোনি-জাড্ডু সম্পর্ক

Last Updated:

Ravindra Jadeja on MS Dhoni: আইপিএল ২০২৩-এর ফাইনাল জিতে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছে। একইসঙ্গে আরও একবার এই ফাইনাল প্রমাণ করে দিল যে চেন্নাইয়ের দলের অন্দরে এমএস ধোনি ও রবীন্দ্র জাদেজার মধ্যে কোও ঝামেলা নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: আইপিএল ২০২৩-এর ফাইনাল জিতে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছে। একইসঙ্গে আরও একবার এই ফাইনাল প্রমাণ করে দিল যে চেন্নাইয়ের দলের অন্দরে এমএস ধোনি ও রবীন্দ্র জাদেজার মধ্যে কোও ঝামেলা নেই। যা রটেছিল তা নিছকই জল্পনা ও রটনা। রুদ্ধশ্বাস ফাইনালে ম্যাচ ফিনিশ করে জাদেজা ধোনিকে পঞ্চম কাপ উপহার দেন। মাঠেই প্রিয় জাড্ডুকে কোলে তুলে নেন ধোনি। আর পুরস্কার বিতরণের পর নিজের ট্যুইটারে হ্যান্ডেলে জাদেজা পোস্ট করে বুঝিয়ে দিলেন তিনি ধোনির জন্য সব কিছু করতে পারেন।
advertisement

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় ড্রেসিং রুমের একাধিক ছবি শেয়ার করেন রবীন্দ্র জাদেজা। যেখানে একটি ছবিতে মাঠে ধোনির জাদেজাকে কোলে তোলার ছবি, আরেকটি ছবিতে হাসি মুখে একসঙ্গে ধোনি ও জাদেজাকে ড্রেসিং রুমে ট্রফি হাতে দেখা যায়। অপর একটি ছবিতে ধোনি ও জাদেজার সঙ্গে ট্রফি গাতে দেখা যায় জাদেজর স্ত্রীকেও। সকলকেউ বিন্দাস মুডে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে জাদেজা লিখেছেন,”আমরা এটা করেছি শুধু মাত্র এমএস ধোনির জন্য। মাহি ভাই আপনার জন্য সবকিছু করতে পারি।”

advertisement

আরও পড়ুনঃ MS Dhoni: রোহিত-কোহলি-হার্দিকদের পক্ষে ভাঙা অসম্ভব! আইপিএল চ্যাম্পিয়ন ধোনি গড়লেন একাধিক রেকর্ড

আরও পড়ুনঃ IPL 2023 Champion CSK: ফাইনালে সিএসকের আইপিএল জয়ের সেরা মুহূর্ত, যা কখনও ভোলা সম্ভন নয়, রইল ছবি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, চলতি আইপিএলেই একটি ভিডিও ঘরে প্রশ্ন উঠেছিল সিএসকের অন্দরে কী এমএস ধোনি ও রবীন্দ্র জাদেজার মধ্যে কোনও ঝামেলা চলছে। যেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। কারণ দিল্লি ম্যাচ শেষে একটি ভিডিও ও তারপর রবীন্দ্র জাদেজার করা একটি ট্যুইট ঘিরে তৈরি হয়েছিল যাবতীয় জল্পনা। ভিডিওতে দেখেমনে হয়েছিল দিল্লির বিরুদ্ধে ম্যাচ শেষে ধোনি ও জাদেজার মধ্যে কোনও বিষয় নিয়ে তর্রক চলছে। এরপর জাদেজা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ‘আজ না হোক কাল, নিশ্চিত ভাবেই কর্মফল পাবে’। যা জল্পনা আরও বাড়ায়। কিন্তু আইপিএলের ফাইনাল প্রমাণ করে দিল জাদেজা ও ধোনির সম্পর্ক অটুট ছিল আছে থাকবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ravindra Jadeja on MS Dhoni: 'মাহি ভাইয়ের জন্য সব কিছু করতে পারি', সমালোচকদের যোগ্য জবাব! অটুট ধোনি-জাড্ডু সম্পর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল